Thursday, August 28, 2025

ভাবতে পারছি না ‘ভাই’ নেই: উস্তাদ রাশিদ খানের প্রয়াণে গভীর শোকাহত মুখ্যমন্ত্রী

Date:

খুবই দুঃখের দিন। রাশিদ নেই ভাবতে পারছি না। আমার গায়ে কাঁটা দিচ্ছে। জয়নগরের সভা সেরে নবান্নে ফিরে খবর পেয়েই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানেই উস্তাদ রাশিদ খানের (Rashid Khan) মৃত্যুর খবর পান। গভীর শোকাহত মুখ্যমন্ত্রী। বলেন, রাশিদ আলি খান আমার ভাই ছিল।

মাত্র ৫৫ বছর বয়সেই মৃত্যু হল রাশিদ খানের। মুখ্যমন্ত্রীর কথায়, “এটা সুখের সময় নয়, দুঃখের সময়। আমার ভাই ছিল। দীর্ঘদিন চিকিৎসা চলেছে। ডাক্তাররা সাধ্যমতো চেষ্টা করেছেন। খবরটা শুনে আমরা সবাই শোকাহত”। মমতা (Mamata Banerjee) জানান, জয়নগর থেকে নবান্ন ফেরার পরেই খবর পান। “নবান্নতে ফেরার পরেই খবর আসে। তখনও শেষ ইনফো ছিল না।“

বিশ্ববিখ্যাত সঙ্গীতশিল্পী রাশিদ খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বলেন, রাশিদ খান বিশ্ববিখ্য়াত নাম। সঙ্গীতসম্রাট। বাংলাকে ভালবেসে বাংলায় থেকে গিয়েছেন। মমতাকে বলতেন, “তুমি আমার মা আছো”। উস্তাদের অসুস্থতার সময় সবরকম সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। রাশিদ খানের চলে যাওয়া বিরাট ক্ষতি বলে জানান মুখ্যমন্ত্রী। পরিবাবের পাশে থাকার আশ্বাস দেন তিনি। বলেন, ”আমি ওদের অভিভাবক হয়ে থাকব”।

রাশিদকে গান স্যালুটে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মঙ্গলবার, সন্ধে ৬টা পর্যন্ত হাসপাতালে থাকবে সঙ্গীতশিল্পীর দেহ। ৬টার পরে দেহ নিয়ে ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, তারক চক্রবর্তী, ডিসি ও সিপি পিস ওয়ার্ল্ডে যাবেন। বুধবার সকাল ৯টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ নিয়ে বেরোবে। সকাল সাড়ে ৯ থেকে দেহ রাখা হবে রবীন্দ্র সদনে। সেখানে গুণমুগ্ধরা শ্রদ্ধা জানাবেন। এরপরে বেলা ১টায় রবীন্দ্র সদনেই গান স্যালুটে শেষশ্রদ্ধা জানানো হবে। সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হবে মরদেহ। ধর্মীয় আচার পালনের পরে টালিগঞ্জ কবরস্থানে সমাধিস্থ করা হবে।

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version