Thursday, May 15, 2025

ভোরবেলা গড়িয়ার অটোচালককে বন্দুক তাক করে ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার (Arrested) করা হল দুই যুবককে। নির্দিষ্ট রুটের বদলে নিজেদের পছন্দসই জায়গায় নিয়ে যাওয়ার দাবি জানায় দুই যুবক। অটোচালক রাজি না হওয়ায় বন্দুক তাক করা হয় তাঁর মাথায়। পরে পাটুলি থানার (Patuli police station) পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত দুই যুবককে।

মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ গড়িয়া অটোস্ট্যান্ডে (Garia autostand) একটি বড় গাড়ি এসে দাঁড়ায়। তা থেকে এক মদ্যপ যুবক এসে সোনারপুর নিয়ে যাওয়ার দাবি জানায় এক অটোচালককে। অটোচালক নির্দিষ্ট রুটের বাইরে যাওয়ায় আপত্তি জানালে দুজনের মধ্যে বচসা শুরু হয়। তখনই গাড়ি থেকে অন্য এক যুবক নেমে এসে অটোচালকের মাথায় বন্দুক তাক করে। অন্য অটোচালকরা এগিয়ে এসে বন্দুকটি ছিনিয়ে নেয় এবং দুই যুবককে ধরে ফেলে। খবর দেওয়া হয় পাটুলি থানায়।

পুলিশ এসে অভিযুক্ত দুই যুবককে গ্রেফতার করে। আটক করা হয়েছে গুলিভর্তি পিস্তল (pistol)। পুলিশ সূত্রে জানা যায়, দুই যুবকের নাম দীপায়ন দত্ত ও চিরঞ্জিত কর্মকার। একজনের বাড়ি নারকেলডাঙায়, অন্যজন বাঁশদ্রোণির বাসিন্দা। তাদের কাছে যে পিস্তল ছিল তার আদৌ কোনও লাইসেন্স ছিল কি না, তদন্তে পুলিশ। পাশাপাশি কোথা থেকে তারা পিস্তল পেল, খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই পুলওয়ামায়, এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী

জম্মু ও কাশ্মীরে পরপর দুটি এনকাউন্টার নিরাপত্তা বাহিনীর। ৪৮ ঘণ্টার ব্যবধানে বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গিদের সঙ্গে ফের শুরু...

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল বিধায়ক, রাজনীতিতে শোকের ছায়া

প্রয়াত হলেন তেহট্টের তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস সাহা (Tapas Saha)। ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়েছিলেন। হয়েছিল ব্রেন...

জঙ্গিদের শহিদের মর্যাদার পর এবার ক্ষতিপূরণ! মসুদকে ১৪ কোটি, এরপরেও IMF-এর অর্থ সাহায্য

পাকিস্তান (Pakistan) সরকারের ছাতার তলায় যে জঙ্গিরা রয়েছে তার প্রমাণ আবারও মিলল। অপারেশন সিন্দুরে ভারত শতাধিক জঙ্গিকে নিকেশ...

যান্ত্রিক ত্রুটি! পিছিয়ে গেল আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশুর যাত্রা

আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু শুক্লার (Shubhanshu Shukla) যাত্রা আপাতত পিছিয়ে গেল। ২৯ মে স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলে রওনা...
Exit mobile version