Thursday, August 21, 2025

কর্ণাটক বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা! ৮ সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের

Date:

বেঙ্গালুরুতে কর্ণাটক বিধানসভার সামনে একই পরিবারের আটজন আত্মহত্যার চেষ্টা করার ঘটনা প্রকাশ্যে এসেছে। এই প্রসঙ্গে পুলিশ জানিয়েছে বকেয়া পুনরুদ্ধারের জন্য একটি ব্যাঙ্ক অসহায় এক পরিবারের বাড়ি নিলাম করার ফলে পরিবারের সদস্যরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন বলে অনুমান। আজ মহিলা ও শিশু সহ পরিবারের সদস্যরা বিধান সৌধের (কর্নাটক বিধানসভা) বাইরে নিজেদের গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর চেষ্টা করেন। দ্রুত পুলিশ সেই ঘটনা আটকানোর পাশাপাশি পরিবারের সদস্যদের গারিতে করে নিয়ে যাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে যে, আদা চাষের ব্যবসা শুরু করার জন্য ২০১৬ সালে বেঙ্গালুরু সিটি কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে ৫০ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন তাঁরা। কিন্তু চাষের কাজে ক্ষতি হওয়ায় তাঁরা লোন শোধ করতে অক্ষম। সাহায্য চেয়ে পরিবারটি কর্ণাটকের মন্ত্রী জমির আহমেদ খানের কাছে যায়। কিন্তু ঋণের সুদ কমানোর জন্য মন্ত্রীর আশ্বাস সত্ত্বেও, ব্যাঙ্ক উচ্চ হার আরোপ করেছে বলে অভিযোগ। ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে ব্যাঙ্ক বকেয়া পুনরুদ্ধারের জন্য তাঁদের বাড়ি নিলামের সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে পরিবারকে চরম পদক্ষেপ নিতে প্ররোচিত করে বলে অভিযোগ।ব্যাঙ্ক আধিকারিকরা শুধুমাত্র ১.৪১ কোটি টাকায় পরিবারের বাসস্থানের নিলাম প্রক্রিয়া শুরু করেছিল। অথচ, ঐ বাড়িটির বর্তমান বাজারদর প্রায় ৩ কোটি টাকা।ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) দুটি ধারার অধীনে পরিবারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই পরিবারের এক মহিলা সদস্যা এই বিষয়ে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার কাছে ন্যায়বিচারের দাবি করেছেন।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version