Thursday, November 6, 2025

‘বিলকিস’ হতে চান কঙ্গনা! বিজেপি বিরোধী গল্পে নারাজ বলিউড প্রযোজকরা?

Date:

বলিউড ‘ক্যুইন’ বরাবরই বিজেপি ঘেঁষা বলে শোনা যায়। মোদি – শাহদের সমর্থনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রায়ই তাঁকে কথা বলতে শোনা যায়। তবে এবারের ঘোষণায় একটু যেন অন্য সুর। বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবার বিলকিস বানো (Bilkis Bano) হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। না, চমকে যাওয়ার মতো কিছু নেই কারণ তিনি বিতর্কিত চরিত্র করতে ভালোবাসেন বলেই বিলকিসের জীবন পর্দায় তুলে ধরতে ইচ্ছেপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু যে মোদি রাজ্যের আদালতের সিদ্ধান্ত খারিজ হল এই মামলায় সেই মোদি ঘনিষ্ঠ কঙ্গনা এই চিত্রনাট্য নিয়ে এগোতে চাইছেন শোনা মাত্রই জল্পনা বাড়ছে বি টাউনে। যেহেতু বিলকিসের মামলার রায় দিয়েছিল বিজেপি শাসিত গুজরাট আদালত এবং পরবর্তীতে তারা ধাক্কা খায় তাই এই ধরনের চিত্রনাট্য কাজ করতে কোনও দেশি প্রযোজক আগ্রহী হচ্ছেন না বলে উঠছে অভিযোগ। অর্থাৎ প্রভাব খাটিয়ে শিল্পী সত্তাকে দমিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি?

২০২২ সালের ১৫ অগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিসকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। কিন্তু যে নারকীয়, জঘন্য অপরাধ করেছেন ধর্ষকরা তাঁরা এভাবে খালাস পেয়ে গেলে সমাজ এর কী প্রভাব পড়বে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মামলা হয় শীর্ষ আদালতে। গত ৮ জানুয়ারি গুজরাট কোর্টের রায় খারিজ করে দেয় সুপ্রিম আদালত। অর্থাৎ, মুক্তি পাওয়া ওই ১১ জন ধর্ষককে আবার ফেরত যেতে হচ্ছে জেলে। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিলকিস।আদালতে এই বড় জয়ের পরে ইতিমধ্যে বলিউডে বিলকিসকে নিয়ে ছবি তৈরির আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেই আলোচনায় এগিয়ে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নায়িকা জানিয়েছেন চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। এবার শুধু কাজ শুরুর অপেক্ষা করছেন তিনি। কিন্তু এখানেও বিজেপি প্রভাব কাজ করছে বলে অভিযোগ করছেন কঙ্গনা। নামজাদা এক ওটিটি প্ল্যাটফর্ম নাকি তাঁর সঙ্গে কাজ করতেই রাজি নয়, কারণ তাঁকে নাকি ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে দাগিয়ে দিয়েছে সেই সংস্থা। তাহলে কি গেরুয়া রঙের কারণেই বিঘ্নিত কঙ্গনার শিল্পী সত্তা? উঠছে প্রশ্ন।

Related articles

বিধানসভা নির্বাচনের প্রথম দফায় আজ বিহারে ১২১ কেন্দ্রে ভোটগ্রহণ

আজ থেকে শুরু হল বিহার বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ (Bihar Election 2026 First Phase)।এই পর্বে মোট...

KIFF: সিনেপার্বণের সূচনায় আজ শহরে নক্ষত্র সমাবেশ, বিকেলে ফিল্মোৎসবের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival...

সুপ্রিম নির্দেশে রাজ্যে ফের শুরু ১০০ দিনের কাজ, নবান্নে তৎপরতা তুঙ্গে 

প্রায় তিন বছর পর ফের রাজ্যে শুরু হতে চলেছে কেন্দ্রীয় ১০০ দিনের কাজ (এমজিএনআরইজিএ) প্রকল্প। সুপ্রিম কোর্ট কলকাতা...

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...
Exit mobile version