Friday, November 7, 2025

‘বিলকিস’ হতে চান কঙ্গনা! বিজেপি বিরোধী গল্পে নারাজ বলিউড প্রযোজকরা?

Date:

বলিউড ‘ক্যুইন’ বরাবরই বিজেপি ঘেঁষা বলে শোনা যায়। মোদি – শাহদের সমর্থনে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রায়ই তাঁকে কথা বলতে শোনা যায়। তবে এবারের ঘোষণায় একটু যেন অন্য সুর। বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এবার বিলকিস বানো (Bilkis Bano) হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। না, চমকে যাওয়ার মতো কিছু নেই কারণ তিনি বিতর্কিত চরিত্র করতে ভালোবাসেন বলেই বিলকিসের জীবন পর্দায় তুলে ধরতে ইচ্ছেপ্রকাশ করেছেন বলে জানা যাচ্ছে। কিন্তু যে মোদি রাজ্যের আদালতের সিদ্ধান্ত খারিজ হল এই মামলায় সেই মোদি ঘনিষ্ঠ কঙ্গনা এই চিত্রনাট্য নিয়ে এগোতে চাইছেন শোনা মাত্রই জল্পনা বাড়ছে বি টাউনে। যেহেতু বিলকিসের মামলার রায় দিয়েছিল বিজেপি শাসিত গুজরাট আদালত এবং পরবর্তীতে তারা ধাক্কা খায় তাই এই ধরনের চিত্রনাট্য কাজ করতে কোনও দেশি প্রযোজক আগ্রহী হচ্ছেন না বলে উঠছে অভিযোগ। অর্থাৎ প্রভাব খাটিয়ে শিল্পী সত্তাকে দমিয়ে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি?

২০২২ সালের ১৫ অগস্ট ৭৬তম স্বাধীনতা দিবসে বিলকিসকাণ্ডে সাজাপ্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাট সরকার। কিন্তু যে নারকীয়, জঘন্য অপরাধ করেছেন ধর্ষকরা তাঁরা এভাবে খালাস পেয়ে গেলে সমাজ এর কী প্রভাব পড়বে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মামলা হয় শীর্ষ আদালতে। গত ৮ জানুয়ারি গুজরাট কোর্টের রায় খারিজ করে দেয় সুপ্রিম আদালত। অর্থাৎ, মুক্তি পাওয়া ওই ১১ জন ধর্ষককে আবার ফেরত যেতে হচ্ছে জেলে। কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিলকিস।আদালতে এই বড় জয়ের পরে ইতিমধ্যে বলিউডে বিলকিসকে নিয়ে ছবি তৈরির আলোচনা শুরু হয়ে গিয়েছে। সেই আলোচনায় এগিয়ে রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। নায়িকা জানিয়েছেন চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। এবার শুধু কাজ শুরুর অপেক্ষা করছেন তিনি। কিন্তু এখানেও বিজেপি প্রভাব কাজ করছে বলে অভিযোগ করছেন কঙ্গনা। নামজাদা এক ওটিটি প্ল্যাটফর্ম নাকি তাঁর সঙ্গে কাজ করতেই রাজি নয়, কারণ তাঁকে নাকি ভারতীয় জনতা পার্টির সমর্থক বলে দাগিয়ে দিয়েছে সেই সংস্থা। তাহলে কি গেরুয়া রঙের কারণেই বিঘ্নিত কঙ্গনার শিল্পী সত্তা? উঠছে প্রশ্ন।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version