Saturday, December 20, 2025

নিজেকে শে.ষ করার কথা ভেবেছিলেন রহমান! সুরকারের কথায় চোখ কপালে অনুরাগীদের

Date:

Share post:

তিনি অন্যদের থেকে একটু হলেও আলাদা। তাঁর সুর মূর্ছনায় ভেসে যান সমস্ত বয়সের মানুষজন। হ্যাঁ, ঠিকই ধরেছেন সুর সম্রাট এ আর রহমানের (A R Rahman) কথা বলা হচ্ছে। আর তিনিই যদি জীবন শেষ করে দেওয়ার কথা ভাবেন! তেমন ভাবনাই মাথায় এসেছিল বিশিষ্ট এই সুরকারের। জীবনে চরম অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার (Suicide) সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। আর রহমানের এমন পদক্ষেপের কথা শুনে রীতিমতো চোখ কপালে অনুরাগীদের। সবার মনে একটাই প্রশ্ন কী এমন হয়েছিল, যার জেরে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলেন রহমান? যদিও সেই প্রশ্নের উত্তর নিজেই খোলসা করেছেন বিশিষ্ট এই সুরকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের চরম অন্ধকার সময়ের কথা উঠে আসে অস্কারজয়ীর। তিনি জানান, “কেরিয়ারের শুরুতে কোনও কিছুই ঠিকঠাক হচ্ছিল না। আমি হতাশ হয়ে পড়েছিলাম। আমাকে ধীরে ধীরে অবসাদ গ্রাস করছিল। আর সেকারণেই একটা সময় আত্মহত্যার চেষ্টা করি। সেই সময় আমার মা আমাকে বলেছিলেন, অন্যের জন্য যখন বাঁচতে শুরু করবে, তখন এই ধরনের খেয়াল মনে আসবে না। তারপর থেকেই আমার জীবন বদলে যায়। পাশাপাশি তিনি আরও জানান, এখনও যখন আমার মন খারাপ হয়, মায়ের সেই কথাগুলোই মনে মনে ভাবি। ” তবে এখানেই থেমে থাকেননি রহমান। তিনি আরও জানিয়েছেন, “আমাকে সঙ্গীতজীবনে আসতে কেউ বলেননি। আমি নিজেই এই জীবনে সঙ্গীতকে পাথেয় করতে পেরে অত্যন্ত খুশি। আমার মনের ভিতর কিছু অনুভূতি কাজ করত। পাশাপাশি যে জিঙ্গেলগুলো আমার প্রত্যাখ্যান করা হয়েছিল প্রার্থনার পর সেগুলিই কবুল হয়ে যেতে শুরু করে”।

এছাড়া এদিন সাক্ষাৎকারে ইসলাম ধর্ম নেওয়ার পর জীবনে আদৌ কোনও পরিবর্তন এসেছে কী না সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে রহমান জানান, এটা ইসলামে ধর্মান্তরের বিষয় একেবারেই নয়। এটি আসলে নিজেকে নিজের মধ্যে অনুভব করার এক প্রক্রিয়া। এর পিছনে আধ্যাত্মিক, সুফি গুরুদের পাশাপাশি আমার মায়ের চিন্তাভাবনাও বিশেষ ভুমিকা পালন করেছে।

 

 

 

 

 

spot_img

Related articles

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: একবারও উল্লেখ নেই মোদির ভাসনে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...

হার্দিকের ছক্কায় আহত ক্যামেরাম্যান, চিত্রগ্রাহকের কাছে ছুটে গেলেন ক্রিকেটার নিজেই

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ (Ind vs SA T 20 series)৩-১ জিতেছে ভারত। শনিবার গুজরাটের আহমেদাবাদে...

চাকরির পরীক্ষা দেওয়ার ব্যবস্থার নেই বিজেপির ওড়িশায়! রানওয়েতে পরীক্ষার্থীরা

মাত্র ৮ হাজার পরীক্ষার্থীর জন্য পরীক্ষাকেন্দ্র জোগাড় করারও ক্ষমতা নেই মোহন মাঝি পরিচালিত ওড়িশার। ১৮৭টি চুক্তিভিত্তিক পোস্টের জন্য...

‘স্বর্গদর্শন’ করে ১১ মিনিট পর বেঁচে উঠলেন বৃদ্ধা! ভাইরাল ভিডিও ঘিরে তুমুল শোরগোল

মৃত্যুর পরে মানুষ কোথায় যায়—স্বর্গে না নরকে? এই প্রশ্নে যুগে যুগে মানুষের কৌতূহল যেমন বেড়েছে, তেমনই বেড়েছে তর্ক-বিতর্কও।...