Thursday, November 13, 2025

রাজ্যের স্কুল শিক্ষা পরিকাঠামোর প্রশংসায় পঞ্চমুখ কেন্দ্রীয় দল!

Date:

কেন্দ্রের মুখে ফের বাংলার প্রশংসা। বাংলার উন্নয়নমূলক কাজ এবং পরিষেবা বারবার সেন্ট্রাল টিমের মন জয় করেছে। এবারও তার ব্যতিক্রম হল না।রাজ্যের স্কুল শিক্ষা ও পরিকাঠামোর প্রশংসা করলেন কেন্দ্রীয় দলের আধিকারিকরা।মূলত বাঁকুড়া ও পুরুলিয়া জেলার একাধিক ব্লকে পরিদর্শন করার কথা জানিয়েই রাজ্যকে চিঠি পাঠিয়ে ছিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। সেইমতো গত ৮ তারিখ থেকে তিন দিন ধরে চলে পরিদর্শন। এরপরই স্কুলের ভিজিটর বুকে স্কুলগুলির ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় টিমের সদস্যরা বলে জানা যাচ্ছে।

গত ৩ জানুয়ারি কেন্দ্রের শিক্ষামন্ত্রকের পক্ষ থেকে রাজ্যকে একটি চিঠি দিয়ে জানানো হয় যে মূলত মিড ডে মিল থেকে শুরু করে সমগ্র শিক্ষা অভিযান সহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীদের অধীনে বিভিন্ন শিক্ষা প্রকল্প নিয়ে পরিদর্শন করতে চায় কেন্দ্র। বিশেষভাবে বাঁকুড়া জেলার মোট ১২ টি ব্লক যার মধ্যে ছাতনা, শালতোড়া, খাতরা, হীরাবাদ, রানীবাদ, রায়পুর, সারেঙ্গা, সিমলাপাল, তালডাংরার মতো ব্লকগুলি পরিদর্শন করা হবে বলেও চিঠিতে উল্লেখ করা ছিল। সবটা খতিয়ে দেখার পর আধিকারিকদের মুখে প্রশংসার বন্যা। তবে রাজ্যে কেন্দ্রীয় দলের আসা নতুন নয়। এর আগে একাধিক ইস‍্যুকে নিয়েও কেন্দ্রীয় টিম রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে পরিদর্শনে এলেও রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যৌথ পরিদর্শনকারী দল রাজ্যের মতামত না নিয়ে রিপোর্ট তৈরি করেছিল। তবে এসবের মাঝেই এই প্রশংসা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version