Wednesday, November 5, 2025

টি-২০ বিশ্বকাপের আগে বিরাট-রোহিতকে নিয়ে বড় মন্তব্য গাভাস্করের

Date:

আজ আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই ম্যাচ দিয়েই দীর্ঘদিন বাদে ক্রিকেটের ছোট ফর্ম্যাটে ঢুকছেন রোহিত শর্মা। দ্বিতীয় ম্যাচ থেকে ফিরছেন বিরাট কোহলি। আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই খেলবেন রোহিত। বিরাটকে অবশ্য পাওয়া যাবে দ্বিতীয় ম্যাচ থেকে। জুন মাসে ভারতের টি-২০ বিশ্বকাপ। মনে করা হচ্ছে বিশ্বকাপে ফিরতে পারেন এই দুই ক্রিকেটার। দলে রোহিত ও বিরাট থাকবেন কি না, সে দিকেই নজর সমর্থকদের। আর তার মাঝেই বোর্ডকে নতুন পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাস্কর।

সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে এই নিয়ে গাভাস্কর বলেন, ‘‘বিশ্বকাপের দলে জায়গা পেতে হলে আইপিএলের পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। কারণ, আফগানিস্তান সিরিজ জানুয়ারিতে। বিশ্বকাপ জুন মাসে। তাই জানুয়ারির থেকে মার্চ-এপ্রিল মাসের ফর্ম বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমার মতে, বিরাট, রোহিত যদি আইপিএলে ৫-৬টা ম্যাচে রান করতে পারে, তারপরেও ওদের দলে রাখা উচিত। প্রতি ম্যাচে কেউ রান পায় না। কিন্তু ওদের অভিজ্ঞতা খুব গুরুত্বপূর্ণ দলের জন্য। বিরাট, রোহিতের দিকে বোর্ডের আলাদা নজর দেওয়া উচিত।’’ এর পরেই নির্বাচকদের অন্য রকমের এক পরামর্শ দিয়েছেন গাভাস্কর। তাঁর মতে, রোহিত ও বিরাট যদি দলে সুযোগ না পান তারপরেও তাঁদের দলের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। এই নিয়ে তিনি বলেন, ‘‘আমি বোর্ডকে একটা অন্য রকমের পরামর্শ দিতে চাই। যদি ১৫ জনের দলে বিরাট, রোহিতের জায়গা না হয় তারপরেও ওদের দলের সঙ্গে নিয়ে যাওয়া উচিত। ওদের অভিজ্ঞতা বাকিদের সাহায্য করবে। বিরাট, রোহিত ডাগআউটে বসে থাকলে বাকিরা অনেক বেশি আত্মবিশ্বাস পাবে।’’

টি-২০ বিশ্বকাপের আগে আফগানিস্তানের বিরুদ্ধেই শেষ ছোট ফর্ম্যাটের সিরিজ খেলবে ভারত। তাই বিশ্বকাপের দল নির্বাচনের আগে আইপিএলের পারফরম্যান্সও দেখা হবে বলে জানিয়েছেন রাহুল দ্রাবিড়। ভারত কোচের সঙ্গে একমত গাভাস্কর।

আরও পড়ুন- শক্তি বাড়ালো ইস্টবেঙ্গল, লাল-হলুদে সই এই বিদেশি ফুটবলারের

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version