Thursday, August 28, 2025

‘জন কি বাতের’ প্রথম পর্বেই বছরে ২কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়ে মোদিকে খোঁ.চা তৃণমূলের

Date:

শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উন্নয়ন থেকে শত যোজন দূরে থেকে স্রেফ আত্মপ্রচারের কাজেই রাজকোষের ভুড়ি ভুড়ি অর্থ ও সময় ব‌্যয় করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর এই আত্মপ্রচারের পিছনে ধর্মের গিমিক। অথচ দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, বেড়েছে দুর্নীতি, দেশজুড়ে অনুন্নয়নের ছোঁয়া, বেকারত্ব, হিংসা, নারী নির্যাতনের মতো ভয়াবহ ঘটনা এখন রোজ নামচা। কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ জনতার দাবি, তাঁদের মনের কথা, সমস্যার কথা শুনছে না মোদি সরকার। সোশ‌্যাল মিডিয়ায় (Social Media) এবার এই ঘটনাগুলি তুলে ধরতে চাইছে তৃণমূল (TMC)। তারই পোশাকি নাম ‘জন কি বাত’ (Jaan Ki Baat)! যেখানে জনতা নিজে তাঁদের সমস্যার কথা তুলে ধরবেন।

তৃণমূলের তরফে ‘জন কি বাত’ নিয়ে ধারাবাহিক ভিডিও বানানো হয়েছে। যেখানে নরেন্দ্র মোদির কণ্ঠস্বর নকল করেই বলা হচ্ছে, ‘মন কি বাত অনেক হয়েছে, এবার হবে ‘জন কি বাত’!’ দলের এক্স হ‌্যান্ডলে আরও লেখা হয়েছে, ‘গত ১০ বছর ধরে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনেক মনের কথা শুনেছি, অনেক মনের কথা জেনেছি! আর নয়! এবার সত্যিটা সামনে আনার সময় হয়ে গিয়েছে! মানুষের কথা বলার সময় এসে গিয়েছে!’

কেন্দ্রের অপদার্থতা তুলে ধরে ‘জন কি বাত’-এ প্রথম পর্বে মোদি জমানার ২০১৪ থেকে ২০২৪, এই ১০ বছরে দেশের বেকারত্বর হালকে তুলে ধরা হয়েছে। দলের এক্স হ্যান্ডেলে একটি ছোট্ট ভিডিও দিয়ে দেখানো হয়েছে, ২০১৪ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। ১০ বছরে ২০ কোটি চাকরি হয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা জুমলা ছিল।

ভারতে লক্ষ লক্ষ বেকাররা বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের ভিত্তিহীন অর্থনৈতিক সিদ্ধান্তের শিকার। যুবক, নারী, গ্রামীণ ভারতকে বেকারত্বের দানব গ্রাস করেছে। ২০১৪ থেকে ২০২৪, নরেন্দ্র মোদি জমানায় লাফিয়ে বেড়েছে বেকারত্ব। অনেক যুবক-যুবতী কাজ হারিয়ে হতাশায় ভুগছেন। বর্তমানে দেশে ২৫ বছরের কম বয়সী ৪২ শতাংশ শিক্ষিত বেকার। যা ভুটান, বাংলাদেশ, পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছে। অথচ প্রধানমন্ত্রী কাটআউটের সঙ্গে আচ্ছা দিনের প্রতিশ্রুতি দিচ্ছেন।


Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version