Sunday, May 4, 2025

পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্তাইন তারকা লিওলেন মেসি। তবে পিএসজির সঙ্গে লিওর সম্পর্ক বার বার উঠে এসেছে শিরোনামে। আর এবার মেসিকে নিয়ে তোপ দাগলেন পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি। তাঁর অভিযোগ, ক্লাব ছাড়ার পর মেসি পিএসজি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে অন্যায় করেছেন।

বার্সেলোনা ছেড়ে ২০২১ সালে পিএসজিতে যোগ দিয়েছিলেন মেসি। ফরাসি ক্লাবের হয়ে দুই মরশুমে ৭৫ ম্যাচে ৬৭ গোল করেন তিনি। দু’বার ফরাসি লিগও জেতেন। কিন্তু যে লক্ষ্যে তাঁকে আনা হয়েছিল, সেই চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জয় অধরাই রয়ে গিয়েছে। যা নিয়ে ক্ষুব্ধ ছিলেন পিএসজি সমর্থকরা। ঘরের মাঠে ম্যাচ খেলার সময় অনেকবার মেসিকে ক্লাব সমর্থকদের বিদ্রুপের শিকার হতে হয়। গত বছর মার্কিন ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর, এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, পিএসজির পরিবেশ পুরোপুরি আলাদা। ফলে তাঁর মানিয়ে নিতে সমস্যা হয়েছিল। আর এতেই ক্ষুব্ধ আল খেলাইফি। পিএসজি সভাপতি বলেন, ‘‘আমরা মেসিকে সম্মান করি। ও সর্বকালের সেরাদের একজন। কিন্তু ক্লাব ছাড়ার পর কেউ যদি পিএসজি নিয়ে নেতিবাচক মন্তব্য করে, সেটা মেনে নেওয়া কঠিন। এটাকে সম্মান দেওয়া বলে না। বরং অসম্মান বলে।’’

এদিকে কেন ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়ের পর পিএসজি দলের মাঠে ট্রফি নিয়ে ঘোরার অনুমতি পাননি মেসি, তা এতদিন পর জানা গেল আসল কারণ। এই নিয়ে পিএসজির সভাপতি নাসের আল খেলাইফি বলেন, মেসি ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বকাপ জিতেছিল। সেই দেশের ক্লাবেই খেলে এমবাপে। আমরা চাইনি গোটা মাঠ মেসির বিপক্ষে চলে যাক। আমরা ফরাসি ক্লাব। সেখানকার মানুষের আবেগকেও সম্মান করতে হবে।”

আরও পড়ুন- আজ মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-২০

 

Related articles

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...
Exit mobile version