Friday, August 22, 2025

জন্মজয়ন্তীতে স্বামীজিকে শ্রদ্ধা, সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তীতে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দুপুর ৩ টে ২০ নাগাদ স্বামীজির বাড়ি পৌঁছন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

প্রতি বছরই এই দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যান অভিষেক। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। এদিন স্বামীজির বাসভবনে পৌঁছে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মাল্যদান করেন স্বামীজির মূর্তিতে। মহারাজকে পুষ্পস্তবক দিয়ে পরিয়ে দেন উত্তরীয়। পাল্টা মহারাজও উত্তরীয় পরান অভিষেককে। সেখানে থেকে স্বামীজির বাড়ির শিবমন্দিরে পুজো দেন এবং স্বামীজি, শ্রী রামকৃষ্ণ ও মা সারদার প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর বেশ কিছুক্ষণ মহারাজদের সঙ্গে কথাবার্তা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “১৬২ তম জন্ম জয়ন্তীতে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে মহারাজদের আশীর্বাদ নিয়েছি। প্রার্থনা করেছি, আপামর বঙ্গবাসীর যেন খুব ভালো কাটে নতুন বছর। পাশাপাশি তাঁর মতাদর্শকে প্রেরণা হিসেবে নিয়ে আমরা আগামীদিনে সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেটাই আমাদের পথচলা হোক।” এর পরই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে অভিষেক বলেন, ”এখানে রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা একেবারেই অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটূ। তবে এখানে সকলের আসার অধিকার আছে।” আজ সকালেই স্বামীজির বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে বিরোধী দলনেতা মন্তব্য করেন।

এরপর তিনি সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ি থেকে বেরিয়ে তপসিয়ায় নির্মীয়মান তৃণমূল ভবনে যান। গত বছর, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তিনি তৃণমূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পুরনো ভবন ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেই কাজ কেমন চলছে, তা দেখতেই সেখানে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version