Friday, May 16, 2025

প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে বিজেপি, ইডি অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া কুণালের

Date:

সন্দেশখালি কাণ্ডের মধ্যেই ফের তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়ি ইডির অভিযান। শুক্রবার ভোর থেকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বরানগরের তৃণমূল। বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবে, ইডির এই অভিযান যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ফের তা প্রমাণ হল। রাজনীতিতে না পেরে লোকসভা ভোট যত এগিয়ে আসছে , ততই বিরোধীদের উপর এজেন্সি লেলিয় দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার।

এদিন শুভেন্দুর প্রসঙ্গ টেনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”রাজনীতিতে পারছে না বিজেপি। তাই এজেন্সি লেলিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে।”

ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে এদিন সরাসরি বিজেপিকে অভিযুক্ত করে কুণাল বলেন, “আবার ইডির তল্লাশি এূবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণদিতভাবে। এই পুরো ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের ওপর দাঁড়িয়ে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের বাড়িতে রেইড হচ্ছে।”

কুণালের আরও দাবি, “এতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে এবং তারপরে এজেন্সিকে দিয়ে অভিযানের নামে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে। আসলে বিজেপি রাজননৈতিকভাবে লড়তে পারছে না, তাই কখনও সিবিআই, কখনও এনআইএ কখনও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।”

এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে কুণালের দাবি, “সিবিআইয়ের এফআইআর নেম শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না। সারদা, নারদায় তো শুভেন্দু অভিযুক্ত।”

আরও পড়ুন – মাথায় হেলমেট হাতে টিয়ার গ্যাস, মন্ত্রী- বিধায়কের বাড়ির সামনে ‘সাবধানী’ সেন্ট্রাল ফোর্স!

 

Related articles

বাগানে আম কুড়োতে গিয়ে পিটিয়ে খুন কাঁচরাপাড়ার নাবালক!

আম কুড়োতে গিয়ে মর্মান্তিক পরিণতি, নাবালককে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ পাহারাদারের বিরুদ্ধে। নৈহাটির (Naihati) শিবদাসপুর এলাকার এই ঘটনায়...

রাজ্যকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের

DA মামলায় রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । আগামী চার সপ্তাহের সরকারি কর্মচারীদের ২৫ শতাংশ...

গরম থেকে সাময়িক স্বস্তি, প্রাক-বর্ষার বৃষ্টি ভিজতে পারে দক্ষিণবঙ্গ

আন্দামান-নিকোবরে বর্ষা (Monsoon season) ঢুকতেই বাংলা জুড়ে প্রাক বর্ষার বৃষ্টি ভেজা সম্ভাবনা জোরালো হয়ে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore...

শুক্রের সকালেও বিকাশ ভবনের সামনে উত্তেজনা, ব্যারিকেড ভাঙলেন চাকরিহারারা 

সুপ্রিম কোর্টের রায়ে চাকরি যাওয়া শিক্ষক-অশিক্ষক কর্মীদের পাশে দাড়িয়ে যখন রাজ্য সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে, তখন দফায়...
Exit mobile version