Sunday, August 24, 2025

ফের কলকাতায় উদ্ধার যুবকের দে.হ! কারণ নিয়ে ধোঁ.য়াশা

Date:

Share post:

নতুন বছরের শুরুতেই ফের শহর কলকাতা (Kolkata) থেকে উদ্ধার (Rescue) এক যুবকের দেহ! ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে ই এম বাইপাস সংলগ্ন চৌবাগা খালে ১৯ বছরের যুবক বিশ্বজিৎ মণ্ডলের (Bishwajit Mondal) মৃতদেহ ভেসে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই এদিন তড়িঘড়ি পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে প্রগতি ময়দান থানার পুলিশ (Pragati Maidan Police)। তবে যুবকের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে অপহরণ করে পিটিয়ে মারা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বছর উনিশের যুবক বিশ্বজিৎ কলকাতার মুকুন্দপুরের বাসিন্দা। পরিবারের সদস্যদের অভিযোগ, গত ৯ জানুয়ারি রাতে পিসির বাড়িতে শীতলা পুজোর মেলা দেখতে গিয়েছিলেন বিশ্বজিৎ। সেখানে কয়েক জন যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এরপর ওই যুবকরা বিশ্বজিৎকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। কিন্তু ঠিক কী কারণে ওই যুবককে খুন করা হল তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্বজিতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে প্রগতি ময়দান থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

বিশ্বজিতের আত্মীয়দের দাবি, গত ৯ জানুয়ারি রাতে ধাপার কাছে থানাবেড়িয়া এলাকায় পিসির গিয়েছিলেন বিশ্বজিৎ। রাত সাড়ে ৯টা নাগাদ পিসির বাড়ি থেকে বেরিয়ে মেলায় যান তিনি। সেখানে মদ্যপানও করেন। রাতের দিকে রাস্তায় এক যুবতীর সঙ্গে বচসায় জড়ান তিনি। অভিযোগ, বচসার পরই ওই যুবতীর সঙ্গীরা গভীর রাতে অপহরণ করে বিশ্বজিতকে। বন্ধুরাও খুঁজে পায়নি ওই যুবককে। তারপর দুদিন খোঁজ মেলেনি তাঁর। শনিবার সকালে চৌবাগা খালে তাঁর দেহ উদ্ধার হয়। ইতিমধ্যে পুলিশ দেহ উদ্ধার করে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ।

 


spot_img

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...