Wednesday, November 12, 2025

ইডি অভিযান নিয়ে বিজেপিকে তোপ দাগলেন তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল বলেন, ইডি অভিযানের নেপথ্যে বিজেপির পূর্বপরিকল্পিত চক্রান্ত তা দিনের আলোর মতোই স্পষ্ট।বিজেপিকে এক হাত নিয়ে তাঁর মন্তব্য, আবার ইডির তল্লাশি এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে। পুরো ঘটনাটাই ঘটেছে বিজেপির অঙ্গুলিহেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসার রাজনীতির স্ক্রিপ্টের উপর দাঁড়িয়ে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের বাড়িতে রেইড হচ্ছে। তৃণমূল মুখপাত্রের যুক্তি, পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে এবং এজেন্সিকে দিয়ে অভিযানের নামে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা চালাচ্ছেন মানুষের মনে। বিজেপি নিজেদের অক্ষমতা এবং দুর্বলতা ঢাকতেই যে এই পথ নিয়েছে, জনসমক্ষে তাও যুক্তি দিয়ে তুলে ধরেছে তৃণমূল।

উত্তর ২৪ পরগনার দমদম ও বসিরহাটে সুজিত বসুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তাপস রায় তৃণমূলের রাজ্যস্তরের তো বটেই, উত্তর ২৪ পরগনাতেও গুরুত্বপূর্ণ দায়িত্বে। সেই কারণেই দু’জনকে টার্গেট করেছে বিজেপি। যাতে ব্যস্ত রাখা যায় তাঁদের। তৃণমূল মুখপাত্রের কথায়, আসলে রাজনৈতিকভাবে লড়তে না পেরে কখনও সিবিআই, কখনও ইডি আবার কখনও বা এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে বিজেপি।

প্রাসঙ্গিকভাবেই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তুলেছেন সেই যুক্তিসঙ্গত প্রশ্ন, সিবিআইয়ের এফআইআরে নাম থাকা সত্ত্বেও কেন তল্লাশি চালানো হচ্ছে না গদ্দারের বাড়িতে? সারদা-নারদায় গদ্দার যে অভিযুক্ত তা আবারও মনে করিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র। তাঁর অভিযোগ, তৃণমূল নেতাদের বাড়িতে রেইডে গিয়ে অভব্য ব্যবহার করছে ইডি।

আরও পড়ুন- ৮ বছর পর অবশেষে উদ্ধার বায়ুসেনার বিমানের ধ্বংসা.বশেষ! কীভাবে মিলল খোঁজ?

Related articles

বৃষ্টির জল সংরক্ষণে নজির: কেন্দ্রের পুরস্কার বাংলার দুই প্রতিষ্ঠানকে, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

বৃষ্টির জল সংরক্ষণে অসামান্য উদ্যোগের স্বীকৃতি স্বরূপ কেন্দ্রীয় সরকারের  (Central Govt) ‘জল সংরক্ষণ পুরস্কার পাচ্ছে রাজ্যের দুটি প্রতিষ্ঠান। ...

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...
Exit mobile version