পুরুলিয়া থেকে গ্রেফতার মাওবাদী নেতা সব্যসাচী!

বাঘমুণ্ডি থানার চৌনিয়া এলাকার একটি জঙ্গল থেকে তাঁকে গ্রেফ.তার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

মাওবাদী দমনে রাজ্য পুলিশের (West Bengal Police) বড় সাফল্য। পুরুলিয়া থেকে গ্রেফতার মাওবাদী নেতা সব্যসাচী (Maoist leader Sabyasachi Goswami) ওরফে কিশোর গোস্বামী। তাঁর বিরুদ্ধে ইউপিএ ধারায় মামলার রুজু করা হয়েছে। আজই পুরুলিয়া আদালতে তোলা হবে সব্যসাচীকে।

কেন্দ্রীয় সংস্থা NIA সব্যসাচীকে ধরতে দশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। গোয়েন্দাদের তথ্যসূত্র ধরে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাঘমুণ্ডি থানার চৌনিয়া এলাকার একটি জঙ্গল থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এর আগেও তিনবার গ্রেফতার করা হয়েছিল তাঁকে। এবার তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি নাইন এমএম পিস্তল, আট রাউন্ড গুলি, মাওবাদীদের বেশ কিছু নথিপত্র এবং চিঠি । সব্যসাচী ওরফে কিশোর গোস্বামী মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন। নতুন করে মাওবাদী স্কোয়াডে নিয়োগের চেষ্টা চালানোর পাশাপাশি, অর্থ সংগ্রহও করছিলেন ধৃত। এই গ্রেফতারি রাজ্য পুলিশের এক বড় সাফল্য।