মোদি জমানায় যুব সমাজকে হতাশ করেছে বিজেপি

যুব দিবসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, তরুণদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

যুব সমাজকে চূড়ান্ত হতাশ করেছে বিজেপি। বিজেপির প্রতারণার স্বর্গে তরুণরা আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে রয়েছে। শুক্রবার স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিবসে যুব সমাজের করুণ অবস্থার কথা পরিসংখ্যান আকারে তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারকে একহাত নিল তৃণমূল।

এদিন যুব দিবসে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়, তরুণদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর আমলে বিজেপির প্রতারণার স্বর্গে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতির বৃদ্ধির থেকে বেকারত্বের বৃদ্ধির হার অনেক বেশি। পরিসংখ্যান তুলে ধরে জানানো হয়, ২০২৩ সালে শেষ ত্রৈমাসিকে ২০ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে বেকারত্ব বেড়ে হয়েছে ৪৪.৪৯ শতাংশ। তার মধ্যে গ্রামীণ বেকারত্ব বেড়ে হয়েছে ৪৩.৭৯ শতাংশ। কেন্দ্রের সরকার ক্রমশ ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছে দেশের যুব সমাজকে।

 

Previous articleএসএনইউতে আইআইসি রিজিওনাল মিটে পুঁথিগত বিদ্যার সঙ্গে হাতে কলমে শিক্ষায় জোর
Next articleএখনই পদক্ষেপ নয়! খু.নের মামলায় সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি নিশীথের