Wednesday, November 5, 2025

এখনই পদক্ষেপ নয়! খু.নের মামলায় সুপ্রিম নির্দেশে সাময়িক স্বস্তি নিশীথের

Date:

খুনের দায়ে বেশ বিপাকে নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। তবে শুক্রবার সুপ্রিম রায়ে (Supreme Court of India) আপাতত স্বস্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। শুক্রবার দেশের শীর্ষ আদালত সাফ জানায়, আগামী ২২ জানুয়ারি কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) সার্কিট বেঞ্চে শুনানি না হওয়া পর্যন্ত নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। উল্লেখ্য, ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তিকে গুলি করার ঘটনায় নাম জড়িয়েছিল নিশীথের। নিশীথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছিল পুলিশ। যুক্ত হয়েছিল ভারতীয় দণ্ডবিধির ৩০৭, ২২৬ ধারা। গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছিল। যদিও অভিযোগ, মোদি সরকারের সদস্য হওয়ায় গ্রেফতার হননি তাঁকে।

এরপরই নিজের পিঠ বাঁচাতে কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ছুটে যান নিশীথ। রক্ষাকবচ চেয়ে অমিত শাহের ডেপুটি মামলাও দায়ের করেন। গত ৪ জানুয়ারি, বৃহস্পতিবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি রাই চট্টোপাধ্যায় এবং সূর্যপ্রকাশ কেশয়ারির ডিভিশন বেঞ্চ তাঁর রক্ষাকবচের আবেদন খারিজ করে দেন। উপায়ন্তর না পেয়ে গ্রেফতারির আশঙ্কায় দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন নিশীথ। শুক্রবার সুপ্রিম কোর্টে রাজ্যের চরম আপত্তি সত্ত্বেও মামলার শুনানিতে নিশীথের আইনজীবী জানান, সার্কিট বেঞ্চে মামলার শুনানি জানুয়ারি মাসের শেষে হতে পারে। ততদিন তাঁর মক্কেলকে রক্ষাকবচ দেওয়া হোক।

শুনানি শেষে সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ জানায়, যতদিন না হাই কোর্টে শুনানি শেষ হচ্ছে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এই ব্যাপারে এখনই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না। হাইকোর্টের কাছে আবেদন করা হচ্ছে তারা যেন সবদিক খতিয়ে দেখে আগামী শুনানিতে সিদ্ধান্ত নেয়।

 


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version