Thursday, August 21, 2025

খুলে গেল দেশের সবথেকে বড় সমুদ্র ব্রিজ, মুম্বাই থেকে ‘দূরত্ব কমল’ গোয়ার

Date:

২০১৬ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন। আট বছর পরে দেশের সবথেকে বড় সমুদ্র সেতু মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক (MTHL) বা অটল সেতুর উদ্বোধন হল শুক্রবার। লোকসভা নির্বাচনের আগে এই সেতু উদ্বোধনকেও নির্বাচনী প্রচারের কাজে লাগালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সেতুর সাহায্যে শুধুমাত্র মুম্বাই ও নভি মুম্বাইয়ের মধ্যেই যোগাযোগ স্থাপন হল, এমনটা নয়। এর মাধ্যমে দেশের বাণিজ্য নগরীর সঙ্গে আরও ভালো যোগাযোগ স্থাপন হল দক্ষিণ ভারতের।

মুম্বাইয়ের সেওরি (Sewri) থেকে শুরু করে সমুদ্রের ওপর দিয়ে রাইগড় জেলার নব সেবা (Nhava Sheva) পর্যন্ত ২১.৮ কিমি দীর্ঘ এই সেতু বিস্তৃত। এর মধ্যে ১৬.৫ কিমিই রয়েছে সমুদ্রের ওপর দিয়ে। সেতুর ওপর ছয় লেনের রাস্তা রয়েছে, যা এই উদ্বোধনের পর খুলে যাবে সাধারণ মানুষের জন্য। দৈনিক গড়ে ৭০ হাজার গাড়ি এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে পারবে। এই সেতুর সাহায্যে মুম্বাই থেকে পুনে, গোয়া ও দক্ষিণ ভারতে যাতায়াতেও কম সময় লাগবে। গুরুত্বপূর্ণ এই সেতু তৈরিতে খরচ হয়েছে ১৭ হাজার ৮৪০ কোটি টাকা।

শুক্রবার মহারাষ্ট্র সফরে এই ট্রান্স হারবার লিঙ্ক অটল সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পাশাপাশি সেতু প্রস্তুতকারক আধিকারিকদের সঙ্গে সেতুর বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন, ঘুর দেখেন ছবির গ্যালারি। উদ্বোধনে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিতি ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাত শিণ্ডে, উপমুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ, রাজ্যপাল রমেশ ব্যাস। তবে এই উদ্বোধনের পরেই অন্য একটি অনুষ্ঠানে লোকসভা নির্বাচনের আগে মহারাষ্ট্রে আরও উন্নয়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, যার মধ্যে বুলেট ট্রেনও রয়েছে। নিজে যে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তার উদ্বোধন আট বছর পর করেও দিনটিকে মহারাষ্ট্রের জন্য গর্বের দিন বলে উল্লেখ করেন।

Related articles

অযোগ্যকে নিয়োগ পরীক্ষায় বসতে দেওয়া হবে না, চাইলে রাজ্য পরীক্ষা পিছোতে পারে: SSC-কে বলল সুপ্রিম কোর্ট

আপনারা কি নিজেদের পছন্দের অযোগ্য প্রার্থীদের চাকরিতে ঢোকাতে চাইছেন? এটা লজ্জাজনক। ট্রুলি শকিং। আমরা আগেই বলেছি, কোনও ভাবেই...

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...
Exit mobile version