Thursday, November 13, 2025

সন্দেশখালির ঘটনায় ইডি – সিআরপিএফ-এর সমন্বয়ের অভাব, বদলে গেলেন তদন্তকারী আধিকারিক !

Date:

সন্দেশখালির সরবেড়িয়া গ্রামে কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)আধিকারিক এবং সিআরপিএফ-এর (CRPF) জওয়ানদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসার পর থেকেই, একের পর এক মামলা পাল্টা মামলা চলছে আদালতে। এর মাঝেই এল বড় আপডেট। সন্দেশখালির ঘটনায় (Sandeshkhali Incident) ইডি – সিআরপিএফ-এর সমন্বয়ের অভাব এবার প্রকাশ্যে। ঘটনার সময় বাকি আধিকারিকদের ফেলে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে CRPF এর বিরুদ্ধে বলেও বলেও সূত্রের দাবি। আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অধিকর্তা রাহুল নবীন (Rahul Nabin) কলকাতা থেকে ঘুরে যাওয়ার পরেই এবার রেশন মামলার তদন্তকারী আধিকারিক বদল করা হল। কেন? তাহলে কি কোথাও গিয়ে দুই কেন্দ্রীয় সংস্থার মধ্যে সমন্বয়ের অভাব ঘটেছে? যদিও ইডির (ED) তরফে সরকারিভাবে এখনও এই বদল নিয়ে কোনও বক্তব্য জানানো হয়নি।

গত শুক্রবার সন্দেশখালিতে রেশন মামলার তদন্তে গিয়ে উত্তেজিত জনতার রোষানলে পড়তে হয় ED ও CRPF আধিকারিকদের। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দাবি অনুযায়ী, প্রায় ৮০০-১০০০ জন চড়াও হয়েছিলেন ইডি ও কেন্দ্রীয় বাহিনীর উপর। সেই সময় নাকি কে কাকে রক্ষা করবেন তা নিয়ে কো-অর্ডিনেশনের সমস্যা তৈরি হয়েছিল। সেই কারণেই কি দায়িত্ব বদল? রবীন্দ্র দাহিয়ার (Ravindar Dahiya) বদলে দায়িত্বে আসছেন প্রশান্ত চান্দ্রিল (Prashant Chandril)। যদিও এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি অংশের দাবি, প্রশান্ত চান্দ্রিল আগেই এই মামলায় যুক্ত ছিলেন এবং রবীন্দ্র দাহিয়াকে অন্য দায়িত্ব দেওয়া হচ্ছে। তবে সূত্রের দাবি, ইডি অধিকর্তার সঙ্গে বৈঠকে আইজি সিআরপিএফ ঘটনার জন্য ইডির দিক থেকে সমন্বয়ের অভাবকেই দায়ী করেছেন। যদিও এই নিয়ে মুখে কুলুপ কেন্দ্রীয় এজেন্সির কর্তাদের।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version