Thursday, November 13, 2025

২৪-এর লোকসভার দায়িত্বে ‘না’ কংগ্রেসের ভোটকুশলী সুনীলের

Date:

কর্ণাটক ও তেলেঙ্গানা দুই রাজ্যে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের অন্যতম কাণ্ডারি ছিলেন সুনীল কানু গোলু। এমনকি রাজস্থান ও মধ্যপ্রদেশে তাঁর পরামর্শ না শোনার জন্যই কংগ্রেসের লজ্জার হার হয়েছে বলে মনে করে কংগ্রেস হাইকম্যান্ড। ‘হাত’ শিবিরের অন্যতম নির্ভরযোগ্য এই ভোটকুশলী আসন্ন লোকসভা নির্বাচনে দায়িত্ব নেবেন না বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, দুই রাজ্য হরিয়ানা ও মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেছেন সুনীল যার জেরেই লোকসভা নির্বাচনে ভোটকুশলীর দায়িত্ব নিতে নারাজ তিনি।

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আগামী ৭ মাসে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। এই দুই রাজ্যে নিজের টিম সঙ্গে নিয়ে জোরকদমে ঝাপিয়ে পড়েছেন সুনীল। লক্ষ্য এই দুই রাজ্যে কংগ্রেসকে জয়ী করা। যার জেরেই লোকসভার দায়িত্ব থেকে অব্যহতি নিচ্ছেন এই ভোটকুশলী। এই প্রসঙ্গে কংগ্রেসের এক শীর্ষ নেতার দাবি, সুনীলের লোকসভার দায়িত্ব না নেওয়া দলের জন্য যে একটা ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। তবে হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ দুই রাজ্য তিনি যদি বিজেপির থেকে কেড়ে আনতে পারেন তবে নিশ্চিতভাবে কংগ্রেসের জন্য তা দীর্ঘমেয়াদি লাভের।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া নির্বাচনে ‘সুনীল ম্যাজিক’ সম্পর্কে অবগত কংগ্রেস হাইকম্যান্ড। দুই রাজ্যে জয় তো বটেই শীর্ষ নেতৃত্ব মনে করেন রাজস্থান ও মধ্যপ্রদেশে গেহলট ও কমলনাথ যদি সুনীলের পরামর্শ মানতেন সেক্ষেত্রে এই দুই রাজ্যেও আজ হাতের পতাকা উড়ত। ফলে লোকসভা নির্বাচনে সুনীল কাজ করুক দল এমনটা চাইলেও, লোকসভায় ইন্ডিয়া জোটের সমিকরণে আসন ভাগাভাগির জটিলতায় কাজ করা অত্যন্ত কঠিন। তাই আপাতত হরিয়ানা ও মহারাষ্ট্রকে পাখির চোখ করে এগোতে চান সুনীল। কংগ্রেসও চায় দূরদৃষ্টি পরিকল্পনা সাজিয়ে সুনীলকে ব্যবহার করতে।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version