Monday, August 25, 2025

চোপ! ‘সৃষ্টি’-র বিচার চলছে: নারীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি দেখাল সংলাপের নাটক

Date:

জয়িতা মৌলিক

নাটকটি মূল রচয়িতা বিজয় তেন্ডুলকর। প্রায় ৫০বছর আগে মারাটি-তে লিখেছিলেন এই নাটক (Drama)। সেটিই বাংলায় উপস্থাপনা করছে ‘সংলাপ’। ‘চোপ! আদালত চলছে’। আর তাতেই স্পষ্ট ৫০বছর আগেও নারীর স্থান সমাজের যেখানে ছিল, বর্তমানে তার ফারক হয়েছে সামন্য। একজন শিক্ষিতা, আধুনিকা যখন নিজের পছন্দে কাউকে আপন করে নেন, তখন তিনি বিবাহিত কি না সেই প্রশ্নই বড় হয়ে ওঠে। আঙুল ওঠে তাঁর চরিত্রের দিকে। নাটকে (Drama) সেই চরিত্রে নাম সৃষ্টি। দীর্ঘদিন ধরে মঞ্চে অভিনয় করা শর্মিলা বসু (Sharmila Basu) এই চরিত্রে কার্যত মঞ্চ শাসন করলেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন বাকিরা। এখানে অন্য নারী চরিত্র বেনু-র ভূমিকায় অভিনয় করা শিপ্রা পালের কথা বলতেই হয়। একদল তথাকথিত রুচিশীল মানুষের সামনে যেভাবে নিজের চরিত্রের কথন নাটকে আগাগোড়া তিনি বজায় রেখেছেন সেটা নিঃসন্দেহে তারিফ যোগ্য।

সমাজের বিভিন্ন স্তরের আটজন মানুষের একটি দল একটা ছোট শহরে যায়। সেখানে কোর্ট রুম ড্রামার মহড়া শুরু হয়। কিন্তু যে নাটকটি তারা করবে ভেবেছিল, সেটা নয়। একটি কাল্পনিক ঘটনাকে নাট্যরূপ দেওয়া হয়। কিন্তু সত্যিই কি কাল্পনিক? না কি আগে থেকেই একজনকে দোষী সাব্যস্ত করে নিয়ে শুধু আদালত আদালত খেলা? আর সেখানেই উঠে আসে সমাজে নারীর স্থান কোথায়! আজও একশ্রেণির মানুষ নারী স্বাধীনতাকে কী চোখে দ্যাখে! সমসাময়িক প্রসঙ্গ “চাকরিপ্রার্থীদের আন্দোলন” বা “খেলা হবে” স্লোগানও বিভিন্ন ভাবে এসেছে এখানে।

নাটকটি বাংলায় সৃজন ও নির্দশন করেছেন কুন্তল মুখোপাধ্যায়। প্রযোজনা ও নিয়ন্ত্রণ গুরুপদ মিত্রের। নিজে উকিলের ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। অন্যান্য ভূমিকায় ছিলেন কাজল শম্ভু, সৌরভ পয়ড়া, গুরুপদ মিত্র, অমল আচার্য্য, শান্তনু পাল, বিতানবিন্দু বন্দ্যোপাধ্যায়, ও বাদল লাহিড়ী। সকলেই নিজেদের চরিত্রের প্রতি সুবিচার করেছেন। তবে, সৌরভ পয়ড়া ও গুরুপদ মিত্র আলাদা করে নজর কেড়েছেন। সংলাপের কিছু খমতি পুষিয়ে দিয়েছেন অভিনেতা-অভিনেত্রীরা। অভিনয়ের পাশাপাশি পোশাকের দায়িত্বেও ছিলেন শর্মিলা। সৌমেন চক্রবর্তীর আলো মনে রাখার মতো। সৌরভের মঞ্চসজ্জায় যথাযথ। নাটকের প্রথম থেকে যেটা কে ভাঙা ঘড়ি মনে হচ্ছিল। সেটা শেষ দৃশ্যে হয়ে ওঠে নারীর মুখ।


Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version