Wednesday, November 12, 2025

দোকান, মল, রেস্তোঁরায় রাখতে হবে রাম মন্দিরের রেপ্লিকা: হুমকি ইন্দোরের মেয়রের

Date:

রামের নামে এবার জুলুমবাজি বিজেপির! সমস্ত মল, রেস্তোঁরা এবং অন্যান্য প্রতিষ্ঠানে রাখতে হবে রাম মন্দিরের রেপ্লিকা। কার্যত হুমকির সুরে এমনই নির্দেশ দিলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের মেয়র পুষ্যমিত্র ভার্গব। যদি কেউ না রাখেন সেক্ষেত্রে ইন্দোরের মানুষ এর উত্তর দেবে বলে হুঁশিয়ারি দেন ওই বিজেপি নেতা। তাঁর এহেন মন্তব্যে রীতিমতো বিতর্ক শুরু হয়েছে।

২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হবে রাম লালার। সেই অনুষ্ঠানের দিন ইন্দোরে সমস্ত দোকানপাঠ, মল, রেস্তোঁরায় রাম মন্দিরের রেপ্লিকা রাখার প্রসঙ্গে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র পুষ্যমিত্র ভার্গব বলেন, আমরা সমস্ত মল, রেস্তোঁরা এবং প্রতিষ্ঠানকে রাম মন্দিরের রেপ্লিকা স্থাপনের জন্য অনুরোধ করেছি। তিনি বলেন, যদি ২৫ ডিসেম্বর থেকে ২রা জানুয়ারি শপিং মল, রেস্তোরাঁয় সান্তা ক্লজ এবং ক্রিসমাস ট্রি দিয়ে সাজাতে কারুরু কোনো আপত্তি না থাকে, তাহলে রাম মন্দিরের রেপ্লিকা বসাতে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। এছাড়াও, এই রামময় উৎসবে যদি কেউ কোনো কারণ ছাড়াই অসহযোগিতা দেখায়, তাহলে ইন্দোরের মানুষ তাদেরও জবাব দেবে। বলার অপেক্ষা রাখে না মেয়রের এহেন বার্তা কোনও অনুরোধ নয়, রীতিমতো হুমকি।

পুষ্যমিত্র ভার্গব আরও বলেন, ২২ জানুয়ারি রাম লালার অভিষেক অনুষ্ঠান উদযাপন করতে ইন্দোরে ১.১১ কোটি প্রদীপ জ্বালানো হবে। রাজ্যের নগরোন্নয়ন মন্ত্রী কৈলাশ বিজয়বর্গীয় রামমন্দির প্রাণ-প্রতিষ্ঠা উৎসবের প্রস্তুতি নিয়ে শহরের গণ্যমান্য ব্যক্তিদের একটি বৈঠক করেছেন। এর পরে তিনি বলেন, রাম মন্দিরের উদ্বোধন উদযাপনের অংশ হিসাবে ২২ জানুয়ারি ইন্দোরের প্রতিটি বাড়িতে প্রদীপ জ্বলবে। অযোধ্যায় প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানের বিশেষ প্রস্তুতি চলছে। বাড়ি ঘর থেকে থেকে শুরু করে রাস্তাঘাট সাজানো হচ্ছে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version