Sunday, August 24, 2025

ভারতকে যোগ শেখানোর পাঠ দিতেন। সেখান থেকে পতঞ্জলি (Patanjali) কোম্পানির কর্ণধার। কিন্তু যোগের সঙ্গে রাজনীতিকে মেলাতে গিয়েই হোঁটচ খেলেন যোগগুরু রামদেব। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওবিসি-দের প্রতি অপমানজনক মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় বিরুদ্ধ ক্যাম্পেন (campaign)। তার হাত থেকে বাঁচতে বয়ান ‘বদল’ করতে গিয়ে নিলেন রাজনীতিকের নাম। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। নিজের কথার জালে জড়িয়ে গিয়ে রীতিমত বিপাকে রামদেব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিও ভাইরাল (viral video) হয়। যেখানে তিনি নিজেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বলে দাবি করেন। সেই সম্প্রদায়ের বংশদ্ভূত হওয়ায় নিজের বেদ (Veda) জ্ঞানের বিষয়টি জাহির করেন। সেখানেই একশ্রেণির মানুষকে তিনি কটাক্ষ করেন যাঁরা তাঁকে ওবিসি (OBC) বলে দাবি করেন। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয় তাহলে কী ওবিসি সম্প্রদায়ের মানুষদের তাঁর সম্প্রদায়ের থেকে নিচু দেখাতে চাইছেন রামদেব। অনেকে প্রশ্ন তোলেন ওবিসি সম্প্রদায়ের মানুষের জ্ঞান নিয়ে অপমান করেছেন রামদেব। এমনকি রামদেব ওবিসি সম্প্রদায়কে ‘মানুষ’ হিসাবে নিচু দেখাতে চেয়েছেন বলেও দাবি করেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত বয়কট রামদেব (boycottramdev), বয়কট পতঞ্জলি (boycottpatanjali) ক্যাম্পেন শুরু হয়ে যায়।

এরপরই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন যোগগুরু রামদেব। তিনি দাবি করেন ওবিসি সম্প্রদায় শব্দটি তিনি ব্যবহার করেননি। তিনি এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি-র নাম নেওয়ার দাবি করেন। এমনকি তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগও করেন। কিন্তু বেদজ্ঞান নিয়ে বলতে গিয়ে তিনি হঠাৎ রাজনৈতিক দলের নেতা তথা লোকসভা সাংসদের নাম কেন নিলেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা। এমনকি বেদজ্ঞান নিয়ে বলতে গিয়ে তাঁকে সাংসদের নাম কেন নিতে হল তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রথমবার সব ধর্মের ওবিসি সম্প্রদায়ের মানুষকে অপমানের জেরে সমালোচনার মুখে যোগগুরু। এবার সেই বক্তব্যকে ঢাকতে গিয়ে আরও নতুন সমালোচনা বয়ে আনলেন নিজেই। এখন দেখার এই কথার জাল থেকে কীভাবে বেরিয়ে আসেন পতঞ্জলি সংস্থার কর্ণধার।

Related articles

বিহারে এত পাক নাগরিক! জানেই না প্রশাসন

বাংলার অরক্ষিত সীমান্ত পেরিয়ে বাংলাদেশের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে চিৎকার করছেন অমিত শাহ। এবার সীমান্তে অমিত শাহের (Amit Shah)...

চলন্ত ট্রেনের ওপর ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার, আতঙ্কিত যাত্রীরা

বড়সড় ট্রেন দূর্ঘটনার হাত থেকে রক্ষা। সঠিক সময়ে ট্রেন দাঁড় না করালে রবিবার সকালেই ঘটে যেত এক ভয়ঙ্কর...

দরিদ্রতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেশে সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী কে? রইল তালিকা

দেশে কোটিপতি মুখ্যমন্ত্রীদের ভিড়ে ব্যতিক্রম শুধু একজন। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বর্তমানে দেশে সবথেকে গরিব মুখ্যমন্ত্রী তিনি।...

ধর্ষিত মূক- বধির-বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর পাশে নেই যোগী সরকার!

যোগীরাজ্যে(Yogi Adityanath) মূক ও বধির বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরীর(Disabled Girl) নৃশংস ধর্ষণ (Brutal Rape)। পাশে দাঁড়ায়নি সরকার। ফলে মেয়েকে...
Exit mobile version