ভিনটেজ বা পুরনো দিনের গাড়ির সম্ভার নিয়ে প্রদর্শনী হল কলকাতার আলিপুর জেল মিউজিয়ামে। রবিবার আলিপুর মিউজিয়াম ও ক্লাসিক ড্রাইভারস ক্লাবের উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে একাধিক দুষ্প্রাপ্য গাড়ি দেখার সুযোগ মিলল। ভিন্টেজ গাড়ির পাশাপাশি ছিল পুরনো আমলের বাইকও।
এর মধ্যে একটি ১৯১৩ সালের স্টোওয়ার সি-১ ছিল, যা ভারতের একমাত্র মডেল। এক শতাব্দীরও বেশি পুরনো গাড়ি থেকে শুরু করে আধুনিক ক্লাসিক পর্যন্ত সবই ছিল এদিনের প্রদর্শনীতে।