Sunday, August 24, 2025

উচ্চশিক্ষার জন্য আমেরিকায় গিয়ে মর্মান্তিক পরিণতি দুই ভারতীয় পড়ুয়ার। মাত্র ১৬ দিন আগে আমেরিকার কানেকটিকাট প্রদেশে পা রেখেছিল ওই দুই যুবক। রবিবার নিজের বাড়ি থেকে উদ্ধার হল তাঁদের মৃতদেহ। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা গিয়েছে, মৃত ওই দুই পড়ুয়ায় নাম গাট্টু দিনেশ এবং ও নিকেশ। দিনেশ ছিলেন তেলেঙ্গানার ওয়ানাপার্থির বাসিন্দা। নিকেশ থাকতেন অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে। তাঁদের দু’জনেরই বয়স কুড়ির মধ্যে। দুই ছাত্রই মার্কিন মুলুকের কানেকটিকাট প্রদেশে থাকতেন। কানেকটিকাটের পুলিশ ওই দুই ছাত্রের পরিবারকে জানিয়েছে, ঘুমের মধ্যেই প্রাণ হারিয়েছেন তাঁরা। দিনেশের বাবা পেশায় রিয়েলটর। তাঁর বাবা জানিয়েছেন, “রবিবার স্থানীয় বন্ধুরা তাঁদের সঙ্গে দেখা করতে গেলে অনেক ডাকাডাকির পরও তাঁরা কেউ দরজা খোলেননি। তখনই তাঁরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাঁদের দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন। যদিও এখনও পর্যন্ত ওই দু’জনের মৃত্যুর কারণ জানা যায়নি।”

দিনেশের বাবা গাট্টু ভেঙ্কন্নার আশঙ্কা, কার্বন মনোক্সাইডের কারণে তাঁদের মৃত্যু হতে পারে। তবে নিকেশের পরিবারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। গত বছর চেন্নাইয়ের এক বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বি’টেক পাশ করেছিলেন দিনেশ। এরপর আমেরিকার কানেকটিকাটের সেক্রেড হার্ট ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু মার্কিন মুলুকে গিয়ে মৃত্যু হল পড়ুয়াদের।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version