Thursday, August 21, 2025

স্বাধীনতা সংগ্রামের ‘অলিখিত’ মহিয়সীদের নিয়ে প্রকাশিত ‘মেদিনীপুরের অন্যান্যরা’

Date:

ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ঘাঁটলে বহু বিপ্লবীর সম্বন্ধে আমরা জানতে পারি যারা নিজের জীবন, পরিবার, শখ ও আল্হাদ ত্যাগ করেছিল শুধুমাত্র দেশের জন্য। কিন্তু এমন অনেকে আছে যাঁরা শুধু নিজের জীবন নয় জীবনের শেষেটুকু দিয়ে সেবা করেছিল দেশের। তবে তাঁদের সম্বন্ধে আমাদের দেশের সাধারণ মানুষ খুব কমই জানেন। এমন অনেক মহিলা ছিলেন যাঁরা নিজের সন্মানটুকু সঁপে দিয়েছিলেন ভারতবর্ষের জন্য। আর সেই মহিয়সীদের কথাই নিজের বই ‘মেদিনীপুরের অনন্যারা’-এ তুলে ধরেছেন লেখক কুমারেশ ঘোষ ও নূপুর ঘোষ।

সোমবার প্রেস ক্লাবে বইটির আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। বইটি প্রকাশ করেন অ্যাকাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশিস সুর ও সাংবাদিক সুমন ভট্টাচার্য। বইটি নিয়ে বলতে গিয়ে সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ স্বাধীনতা সংগ্রামে যাঁরা উপেক্ষিত ছিল তাঁদের নিয়েই এই বই, যাঁরা নিজের জীবন বিপন্ন করে নিজের শরীর দিয়ে দেশের সেবা করেছেন, যা সহজ কাজ ছিল না। তাঁদের কথাই তুলে ধরা হয়েছে, যা খুবই প্রশংসনীয়।’

বইয়ের লেখক কুমারেশ ঘোষ বলেন, তিনি মেদিনীপুরের ছেলে তাই মেদিনীপুরকে চেনা ও অন্যদের চেনানোই উদ্দেশ্য। মেদিনীপুর এক অপূর্ব কেমিস্ট্রি যেখানে ক্ষুদিরামও ছিলেন, বিদ্যাসাগরও ছিলেন, যাঁরা দুজনেই বিপরীতমুখী। একজন অহিংস আন্দোলনের বিপরীতে গিয়ে আন্দোলন করেন। অপরজন সমাজকে শিক্ষিত করতে গিয়ে শেষে খুবই কষ্টের মধ্যে জীবন কাটান। এরকম অনেক গল্প ও সম্পদ লুকিয়ে আছে মেদিনীপুরের গ্রামে গ্রামে আর তার থেকেই মেদিনীপুরের গল্প তুলে ধরেছেন।

বইয়ের সহলেখিকা নূপুর বলেন, ‘রূপ সাগরে ডুব দিয়ে অরূপ রতন পেয়েছি। যাঁরা এতদিন নিজেদের ধুলো চাপা দিয়ে রেখেছিলো, তাঁদের ওপর থেকে সেই ধুলো সরিয়ে দিতে পেরেছি, সে মহিলাদের জীবন এত দিন ছাই চাপা ছিল আজ সেই ছাই সরিয়ে দেখি এত ছাই চাপা আগুন যা আজ আমরা সকলের সামনে উস্কে দিয়েছি। যাতে সেই উপক্ষিত মহিলাদের কথা সমাজ জানতে পারে।’

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version