Wednesday, December 17, 2025

লোকসভায় ‘একলা চলো’ নীতি মায়াবতীর, খুলে রাখলেন অন্য সম্ভাবনাও

Date:

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। এবার প্রকাশ্যে ঘোষণা করে দিলেন মায়াবতী। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন আসন্ন লোকসভা নির্বাচনে একাই লড়বে বহুজন সমাজবাদী পার্টি। অবশ্য নির্বাচনের পর জোটের সম্ভাবনার কথাও উড়িয়ে দেননি তিনি।

সোমবার ৬৮ বছরে পা দিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী। এদিন লখনউতে এক সাংবাদিক বৈঠকে উত্তরপ্রদেশের ‘বহেনজি’ বলেন, “বিএসপি কোনও দলের সঙ্গে জোটে যাচ্ছে না। তবে নির্বাচন পরবর্তী জোটের সম্ভাবনা খোলাই থাকছে।” জোটে না যাওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, উত্তরপ্রদেশে যখনই কোনও দলের সঙ্গে বিএসপি জোট করেছে তখন দেখা গিয়েছে লাভের চেয়ে ক্ষতিই বেশি হয়েছে। তাই এবার জোট ছাড়া একাই লড়বে দল।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে একদা চিরপ্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে জোট গড়ে লড়াই করেছিল মায়াবতীর দল। তবে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর রাজ্যে একা লড়ার পথে হাঁটেন বহেনজি। গত মাসেই নিজের রাজনৈতিক উত্তরসূরী হিসাবে ভাইপো আকাশ আনন্দের নাম ঘোষণা করেন। অবশ্য সাম্প্রতিক সময়ে বিজেপি বিরোধীতায় সেভাবে সরব হতে দেখা যায়নি ময়াবতীকে। এমনকি অবিজেপি দলগুলির সঙ্গে একমঞ্চ এড়িয়ে গিয়েছেন। যার জেরেই জল্পনা শুরু হয় তলে তলে বিএসপি বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে। একটা সময়ে বিএসপি উত্তরপ্রদেশের রাজ্য রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক শক্তি হলেও ক্রমশ দলের ধার এবং ভার কমেছে। ভেঙেছে দলিত ভোটব্যাঙ্কও। এই পরিস্থিতিতে লোকসভায় একা লড়ার কথা ঘোষণা করলেন মায়াবতী। অবশ্য খোলা রাখলেন ভোট পরবর্তী জোটের সম্ভাবনাও।

 

Related articles

জল শক্তির টাকাই ‘রেডি নেই’ কেন্দ্রের! তৃণমূল প্রতিনিধিদের জানালেন ‘নিরুপায়’ মন্ত্রী

একের পর এক বিলে অনুমোদন। একের পর এক প্রকল্পের নামে গোটা দেশকে ঠকানো। বছর ঘুরতে না ঘুরতেই সেই...

অপূর্ব অভিজ্ঞতা: মেসির ভারত-ভিডিও-তে জায়গা কলকাতারও, নেই কোনও রাজনীতিক

অসমাপ্ত কনসার্ট। মাঠে আয়োজকদের চূড়ান্ত অব্যবস্থা। মাঠে ঢুকে তাণ্ডব দর্শকদের। এরপরেও লিওনেল মেসির ভারত সফরের উচ্ছ্বাসের ভিডিও-তে জায়গা...

CAA-তে কতজনকে নাগরিকত্ব? বিদ্বেষী বিজেপিকে তালিকা প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া কোনওভাবেই নাগরিকত্বের সঙ্গে যুক্ত নয়। বারবার জোর গলায় বিজেপি নেতারা এই কথাই বলেছেন। অথচ...

পারদ চড়ার পূর্বাভাস, হিমেল হাওয়ায় কিছুটা স্বস্তি

ডিসেম্বরের মাঝামাঝি ফের উপদ্রব পশ্চিমী ঝঞ্ঝার। যার জেরে দক্ষিণবঙ্গে কিছুটা তাপমাত্রা বাড়ার পূর্বাভাস (forecast) দিচ্ছে আবহাওয়া দফতর। কলকাতা...
Exit mobile version