Wednesday, November 12, 2025

লোহিত সাগরে ইরান মদতপুষ্ট হুথি তাণ্ডব, তেলের দাম বাড়তে পারে ভারতে

Date:

ইজরায়েল- হামাস যুদ্ধের রেশ আছড়ে পড়েছে লোহিত সাগরে। ইরানের মদতে পণ্যবাহী জাহাজে হাউথি বিদ্রোহীদের লাগাতার হামলায় চিন্তায় পশ্চিমী দুনিয়া। যার জেরেই এবার ভারতের জন্য এলো দুঃসংবাদ। হুথিদের হামলার জেরে ভারতে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ডের অনুমান ভারত যেহেতু এসব এলাকা থেকে বেশ তেল আমদানি করে, সেই কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের উপরেই। ১০ ও ২০ মার্কিন ডলার দাম বাড়তে পারে তেলের।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেন্ড বলেন, সুয়েজ খাল সংলগ্ন লোহিত সাগরের ওই এলাকায় ঘন ঘন হুথি জঙ্গিদের হামলার জেরে ব্যাহত হতে পারে তেল সরবরাহকারী লাইন (Oil Supply Chain)। আর তাতেই প্রভাব পড়ার আশঙ্কা ভারতের উপর। তবে তিনি এই আশাও প্রকাশ করেছেন যে দ্রুতই এই হামলা বন্ধ হয়ে যাবে। বিশ্বের সামগ্রিক বাণিজ্য সূচকের পতনের কথা উল্লেখ করে ব্রেন্ড বলেন, গত বছর যা ছিল ৩.৪ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৮ শতাংশে। তার উপর তেলের দামবৃদ্ধি হলে সূচক আরও নামবে। আর সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সিঁদুরে মেঘই দেখা যাচ্ছে বলে মত তাঁর।

উল্লেখ্য, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে হুথি জঙ্গিরা। গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে লোহিত সাগরে লাগাতার হামলা চালাচ্ছে হুথি। বেছে বেছে ইজরায়েলপন্থী দেশগুলোর জাহাজে চলছে এই হামলা। যেহেতু ইজরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে তাই নিশানা থেকে বাদ যাচ্ছে না ভারতের বাণিজ্য জাহাজগুলি। তবে এই হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হবে। এবং তার জেরে সবচেয়ে বেশি ভুগতে হতে পারে ভারতের মতো আমদানিকারী দেশকেই, এমনই আশঙ্কা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের।

Related articles

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...

তুরস্কের সামরিক বিমান দুর্ঘটনা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ফুটেজ!

আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে জর্জিয়ার ভেঙে পড়ল তুরস্কের সামরিক বিমান C-130 (Turkish military cargo plane crashes)। হতাহতের...

গুজবের মুখে ছাই, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সাতসকালেই বাড়ি ফিরলেন ধর্মেন্দ্র 

২৪ ঘণ্টা আগে এতক্ষণে ছড়িয়ে পড়েছিল তার মৃত্যুর খবর। কিন্তু বলিউডের 'হি ম্যান' রোগ, শারীরিক অসুস্থতার ভিলেনকে পরাজিত...
Exit mobile version