বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার দাবি জানিয়ে আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, নবান্নে সাংবাদিক বৈঠক করে তিনি চার খণ্ডের গবেষণাপত্র প্রকাশ্যে আনেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এই বই পাঠানো হচ্ছে কেন্দ্রের কাছে।
ইতিহাস, প্রাচীন লিপি ও ভাষার বিবর্তন নিয়ে এই গবেষণায় উঠে এসেছে, গত আড়াই হাজার বছর ধরে বাংলাভাষার জন্ম ও বিবর্তন হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “অন্য রাজ্যের ক্লাসিকাল ভাষা যদি সেগুলি স্বীকৃতি পায়, তাহলে আমাদের ভাষা কেন পাবে না?“ বাংলাকে দ্রুপদী ভাষার মর্যাদা দেওয়ার জন্য দাবি জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী। পণ্ডিত ও সরকারি আধিকারিকদের দিয়ে চার খণ্ডে প্রামাণ্য গবেষণাপত্র তৈরি করা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে সেটা দেখান মমতা। জানান সেটাই কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হচ্ছে।