Sunday, November 16, 2025

একরাশ ফাইল নিয়ে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি শঙ্কর কন্যা ঋতুপর্ণা

Date:

ইডি হেফাজতে রয়েছেন শঙ্কর আঢ্য। রেশন বন্টন মামলায় শঙ্কর আঢ্যকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে দাবি করেছে ইডি।তাদের আরও দাবি শঙ্করের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা জ্যোতিপ্রিয় বিদেশে পাঠিয়ে দিয়েছেন।মঙ্গলবার ইডি দফতরে এলেন বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা আঢ্য। তার নামে একাধিক এফএফএমসি কোম্পানির হদিশ পেয়েছে ইডি। এমনকী তার পরিবারের অন্যান্যদের নামেও এইসব কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে। ইতিমধ্যেই শঙ্কর আঢ্যর ভাইয়ের বউকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।এই বিষয়ে এদিন শঙ্কর আঢ্যর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করেছে ইডি।

ঋতুপর্ণার নামেও এই ধরনের সংস্থা রয়েছে বলে দাবি ইডির।তাদের কাছে এই বিষয়ে তথ্য এসে পৌঁছেছে। একাধিক ফাইল নিয়ে ঋতুপর্ণা সিজিও কমপ্লেক্সে পৌঁছান। কী আছে ওই ফাইলে? এর আগে ইডি একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করে নিয়ে এসেছে। তাহলে নতুন কি কাগজপত্র নিয়ে এলেন শঙ্কর আঢ্যের কন্যা?তা নিয়ে জল্পনা তুঙ্গে।

বনগাঁর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান এই শঙ্কর আঢ্যর চারটি সংস্থায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালান। সেগুলি আপাতত সিল করে দেওয়া হয়েছে। ইডি আধিকারিকরা দাবি করছেন, একাধিক গুরুত্বপূর্ণ নথি কম্পিউটারের হার্ডডিক্স, ল্যাপটপ, মোবাইল পাওয়া গিয়েছে। সেগুলি থেকে আরও তথ্য প্রকাশ হবে। এছাড়াও প্রায় পাঁচ লক্ষ বাংলাদেশি টাকা গতকাল উদ্ধার হয়েছে। ঋতুপর্ণার নামেও ফরেন এক্সচেঞ্জ সংস্থা রয়েছে, এমনই জানা গিয়েছে।

 

Related articles

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...

জঘন্য পিচ হতশ্রী ব্যাটিং, নিজেদের মর্জি ফলাতে গিয়ে লজ্জার হার ভারতের

ম্যাচের শেষে দর্শকের চোখ ছিল গৌতম গম্ভীরের অভিব্যক্তির দিকে। ইডেন গার্ডেনসের চেনা পিচের চরিত্র বদলে দিতে বাধ্য করেছিলেন...

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...
Exit mobile version