Wednesday, November 12, 2025

১৬ ছক্কায় ১৩৭ রান!পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের

Date:

পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বিস্ফোরক ব্যাটিং করলেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। বুধবার ইউনিভার্সিটি ওভাল, কো ডুনেডিনে অনুষ্ঠিত ম্যাচে ফিন অ্যালেন মাত্র ৬২ বলে ১৩৭ রান করেন। এই সময়ে তাঁর স্ট্রাইক রেট ছিল ২২০-র বেশি। ডানহাতি এই ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের নির্মমভাবে প্রহার করেন। ইনিংসে তিনি মারেন ১৬টি ছক্কা ও পাঁচটি চার। ফিন অ্যালেন ১৬টি ছক্কা মেরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডের অধিকারী এখন। আফগানিস্তানের ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই ২৩ ফেব্রুয়ারি, ২০১৯-এ আয়ারল্যান্ডের বিরুদ্ধে দেরাদুনে তার ১৬২ রানের ইনিংস চলাকালীন মোট ১৬টি ছক্কা মেরেছিলেন।
এদিনের ইনিংস খেলে ফিন অ্যালেন আরও একটি রেকর্ড নিজের নামে করেছেন। নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবার্ধিক ব্যাক্তিগত স্কোরটিও নিজের দখলে রেখেছেন ফিন অ্যালেন। তাঁর পরেই রয়েছেন সুজি বেটস। ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অপরাজিত ১২৪ রান করেছিলেন তিনি। এরপরেই রয়েছে ব্রেন্ডন ম্যাককালামের নাম। ২০১২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১২৩ রান ও ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ১১৬ রানের রেকর্ড রয়েছে ব্রেন্ডন ম্যাককালামের নামে। এরপরেই রয়েছে কলিন মুর্নোর নাম। তিনি ২০১৭ সালে রাজকোটে ভারতের বিরুদ্ধে অপরাজিত ১০৯ রান করেছিলেন।
তবে শেষ চার ইনিংসে আবারও দারুণ ফর্মে দেখা গেছে তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম দুই ম্যাচে ৩৪ ও ৭৪ রান করেছিলেন ফিন অ্যালেন। পাকিস্তানের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড জিতেছিল। এদিনের ম্যাচেও জয়ী হয়েছে নিউজিল্যান্ড। এদিনের জয়ের ফলে সিরিজ দখল করেছে কিউয়িরা।
এদিনের ম্যাচে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে ফিন অ্যালেনের ১৩৭ রানের ইনিংসের সাহায্যে পাকিস্তানের বিরুদ্ধে নিউজিল্যান্ড নির্ধারিত ২০ ওভারে তুলেছিল সাত উইকেটের বিনিময়ে ২২৪ রান। এদিন টিম সেফার্ট ২৩ বলে ৩১ রান করেন। ১৫ বলে ১৯ রান করেন গ্লেন ফিলিপস। ২২৫ রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওবারে সা উইকেট হারিয়ে পাকিস্তান তোলে ১৭৯ রান। বাবর আজমের ৩৭ বলে ৫৮ রান বাদ দিলে কেউই সেভাবে রান করতে পারেননি। এদিনের ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন ফিন অ্যালেন। এই ম্যাচ জিতে সিরিজে দখল নিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে গিয়েছে কিউয়ি দল।

Related articles

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...

টার্গেট ছিল দেশের প্রজাতন্ত্র দিবস! দিল্লিকাণ্ডে ধৃতকে জেরায় চাঞ্চল্যকর তথ্য 

দিল্লির লালকেল্লার (Red fort Delhi) সামনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে। আগামী প্রজাতন্ত্র দিবসের (Indian...
Exit mobile version