Sunday, November 16, 2025

অযোধ্যা-কলকাতা বিমান উদ্বোধনে হঠাৎ যোগী! লোকসভার পাখির চোখ বাংলা?

Date:

রামমন্দিরের উদ্বোধন যে পুরোটাই বিজেপির নির্বাচনের প্রচারের সিঁড়ি তা আরও একবার বুঝিয়ে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যে মুখ্যমন্ত্রীকে অযোধ্যামুখী বা অযোধ্যা সংযোগকারী কোনও ফ্লাইটের প্রারম্ভিক অনুষ্ঠানে দেখা যায়নি, তাঁকেই হঠাৎ দেখা গেল কলকাতাগামী প্রথম বিমান রওনা দেওয়ার আগে। বাংলার লোকসভা আসনগুলো যে বিজেপির কাছে কত বড় দায়, এই ঘটনা সেটাই প্রমাণ করে।

বুধবার শুরু হল অযোধ্যা-কলকাতা বিমান চলাচল। প্রথম বিমান অযোধ্যা থেকে কলকাতা এসে পৌঁছালো দুপুরে। এখন থেকে সপ্তাহে তিনদিন দেড় ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে অযোধ্যা। রামমন্দির উদ্বোধনের আগে বিভিন্ন শহরের সঙ্গে আযোধ্যাকে জোড়ার কাজ করছে বিজেপি সরকার। অন্যদিকে রামমন্দির উদ্বোধন নিয়ে বাংলায় তেমন বাড়বাড়ন্ত আগ্রহ নেই। বিজেপি বিরোধী রাজ্যের সব দলই রামমন্দির উদ্বোধনকে রাজনৈতিক ফায়দার জায়গা বলে চিহ্নিত করেছেন।

এমনিতেই রামমন্দিরের পালে তেমন হাওয়া লাগেনি। তারওপর লোকসভা ভোটের আগে রাজ্যে একেবারেই ব্যাকফুটে বিজেপি। বছরের শুরুতে রামমন্দিরের হাওয়া না তুলতে পারলে রাজ্যে তাঁদের অবস্থান এরপরে আর টেনে তোলা খুব একটা সহজ হবে না, এটা বুঝতে পেরেই এবার মঞ্চে যোগি আদিত্যনাথ। পঞ্চায়েত ভোটের আগেও বাংলায় ভোট প্রচারের কাজ করেছেন তিনি। এবার বিমান সংযোগ উদ্বোধনে তাঁকে দেখা গেল প্রথম বোর্ডিং পাসটি যাত্রীর হাতে তুলে দিতে। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা, যেখানে কোনও বিমানবন্দরের সঙ্গে সংযোগের সময় একটি ঘটনায় জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ছাড়া আর কাউকে দেখা যায়নি, সেখানে কলকাতা বিমান উদ্বোধনের সময় যোগী আদিত্যনাথ কেন।


Related articles

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...
Exit mobile version