Saturday, August 23, 2025

প্রতিষ্ঠা দিবসে কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে হাইকোর্টে গিয়ে কার্যত মুখ পুড়ল নওশাদ সিদ্দিকির দলের। দলের কর্মীদের নিয়ন্ত্রণ করার নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। প্রাথমিক নির্দেশে সভার অনুমতি দিলেও আদালত সম্পূর্ণ নির্দেশ দেবে বৃহস্পতিবার।

২১ জানুয়ারি প্রতিষ্ঠা দিবসে ২০২৩ সালে শহরে অরাজকতার পরিবেশ তৈরি করে আইএসএফ। ভাঙড়ে অনুষ্ঠান চলাকালীন অশান্তি ও কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে বিকালে রাণি রাসমণি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আইএসএফ কর্মীরা। নেতৃত্বে ছিলেন বিধায়ক নওসাদ সিদ্দিকি। অবরোধের জেরে অফিস টাইমে লক্ষ লক্ষ মানুষ আটকে পড়েন। সাধারণ মানুষকে পরিষেবা দিতে অবরোধ তোলার জন্য লাঠিচার্জ করতে হয় পুলিশকে।

তারপরেই পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যায় যখন পুলিশের ওপর ইটবৃষ্টি শুরু হয়। বুধবার হাইকোর্টে শুনানি চলাকালীন সেই প্রসঙ্গই টেনে আনে পুলিশ। গতবারের উদাহরণ টেনেই ভিক্টোরিয়া হাউস ছাড়া অন্যত্র সভা করার অনুরোধ জানানো হয়। পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ কর্মীদের নিয়ন্ত্রণ করার দ্বায়িত্ব রাজনৈতিক দলেরই। তৃণমূল বা অন্য দল সভা করলে গণ্ডগোলের অভিযোগ ওঠে না। উস্কানি থেকে কর্মীদের আটকানোর কাজ রাজনৈতিক দলেরই, পর্যবেক্ষণ আদালতের।

এরপরই আইএসএফ-কে নিজের কর্মীদের ওপর বিধিনিষেধ আরোপ করার নির্দেশ দেন বিচারক। সেই সঙ্গে কীভাবে বিধিনিষেধ আরোপ তা নিয়ে রিপোর্ট পেশ করতে বলা হয়। প্রাথমিকভাবে পুলিশের সংখ্যা বাড়িয়ে সমর্থক কমিয়ে সভার নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। ওইদিনই শুনানির চূড়ান্ত নির্দেশ দেওয়া হবে।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version