Thursday, November 13, 2025

শীতের দুপুরে বন্ধ নিউমার্কেট! হকার-ব্যবসায়ী জটিলতার প্রতিবাদ

Date:

নিউমার্কেটে হকার দৌরাত্ম্য পুলিশ প্রশাসনের নির্দেশের পরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নিরুপায় হয়ে ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে প্রতিবাদে নামার সিদ্ধান্ত নিলেন। সিমপার্ক মল (Simpark Mall) চত্বের প্রতিবাদ কর্মসূচিতেও সামিল হন তাঁরা। তাঁদের দাবি প্রশাসনের পদক্ষেপ যাতে হকার ও ব্যবসায়ী উভয়ের রুটিরুজি বজায় থাকে।

মঙ্গলবার কলকাতা পুলিশ ও টাউন ভেন্ডিং কমিটির (TVC) যৌথ উদ্যোগে মাইকিং শুরু হয়। প্রশাসন নির্দেশ দেয় ফুটপাথে নির্দিষ্ট সীমার মধ্যে থেকেই ব্যবসা করতে হবে হকারদের। যাদের নির্দিষ্ট সীমার মধ্যে নিজেদের সামগ্রী গুটিয়ে রাখতে হবে। সমীক্ষার (survey) তালিকায় যাদের নাম নেই তাঁদের উঠেও যেতে বলা হয়। আর এই প্রচারের পরই পুলিশ ও কমিটির কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে।

আবার বিক্ষোভের পর পুরসভার হকার পুণর্বাসন সংক্রান্ত বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গেও কথা বলে তাঁরা। কিন্তু তাতে নিউমার্কেট, হগমার্কেট (Hogg Market), বা এই সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের সমস্যার কোনও সুরাহা হয় না। ব্যবসায়ীরা হকারদের স্থায়ী সমাধান চেয়ে ব্যবসা বনধের পথে যান বুধবার। বিক্ষোভ দেখানো শুরু হয়।

বুধবার এই বিক্ষোভের মধ্যে দিয়েই পুরসভায় ঢোকেন মেয়র ফিরহাদ হাকিম। নিউমার্কেটে গড়িয়াহাট মডেলের যে পরিকল্পনা মেয়র নিয়েছিলেন জমি জটিলতায় তা আজও কার্যকর হয়নি। অন্যদিকে বুধবার ব্যবসা বন্ধ করে পুরসভার ওপর চাপ বাড়ানোর কৌশল নেয় ব্যবসায়ীরা। হকার ও ব্যবসায়ী উভয়ের লাভের কথা মুখে বললেও আদৌ প্রশাসনের সঙ্গে তাঁরাও কতটা সহযোগী মনোভাব পোষণ করেন তা নিয়েও উঠছে প্রশ্ন।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version