Thursday, August 21, 2025

নামি রেস্তোরাঁর খাবারে আরশোলা-ইঁদুর! পেটে যেতেই ভ.য়ঙ্কর পরিণতি যুবকের

Date:

নামি রেস্তরাঁর খাবারে মিলল আরশোলা-ইঁদুর! সেই খাবার খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এক যুবক। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে। সম্প্রতি মুম্বাইয়ের (Mumbai) এক নামকরা রেস্তোরাঁ (Restaurant) থেকে অনলাইনে (Online) নিরামিষ খাবার (Veg) অর্ডার করেছিলেন রাজীব শুক্লা (Rajeev Shukla) নামে ওই যুবক। খাবার আসতেই ক্ষিদের জ্বালায় কিছু না দেখে তড়িঘড়ি খেতে শুরু করতেই চোখ কপালে রাজীবের। খাবার খেতে গিয়ে আচমকাই তাঁর চোখে পড়ে, খাবারের মধ্যে রয়েছে মরা ইঁদুর ও আরশোলা। ঘটনার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে উত্তর প্রদেশের (Uttar Pradesh) ওই বাসিন্দাকে। এমন খবর সামনে আসতেই রেস্তোরাঁর বিরুদ্ধে সরব নেটিজেনরা।

উত্তর প্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা রাজীব। জানুয়ারি মাসের শুরুতেই তিনি মুম্বাই গিয়েছিলেন। এর মধ্যে একদিন মুম্বাইয়ের ওই রেস্তোরাঁর ওরলি শাখা থেকে নিরামিষ থালি অর্ডার করেছিলেন তিনি। ভাত, রুটি, ডাল, সবজি, মিষ্টি এসেছিল ওই থালিতে। কিন্তু খাবার কিছুটা খেতেই আচমকা রাজীবের নাকে আসতে থাকে পচা গন্ধ। কিছু বুঝে উঠতে না পেরে খাবার বাটি নাড়াচাড়া করতেই চক্ষু চড়কগাছ। ডালের বাটি একটু নাড়তেই আঁতকে উঠলেন ওই যুবক। তার ভিতরে পড়ে রয়েছে আস্ত একটা মৃত ইঁদুর। তবে ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। খাবার পেটে যেতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। শুরু হয় বমি-পায়খানা। রাজীবের শারীরিক অবস্থার এতটাই অবনতি হয় যে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়।

এদিকে ঘটনার পর কিছুটা সুস্থ হয়ে নির্দিষ্ট রেস্তোরাঁকে মেল করে গোটা বিষয়টি জানান রাজীব। ৭৫ ঘণ্টা হাসপাতালে ‌থাকলেও রাজীবের সঙ্গে রেস্তোরাঁর তরফে কোনওরকম যোগাযোগ করা হয়নি বলে অভিযোগ। দিন কয়েক পরে রেস্তোরাঁর তরফে মেল করে তাঁর কাছে ক্ষমা চাওয়া হয়। আশ্বস্ত করা হয় শীঘ্রই রেস্তোরাঁর তরফে কোনও ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে বিষয়টির তদন্ত করবেন। এরপর ছ’দিন কেটে গেলেও কোনও রকম ব্যবস্থা নেয়নি রেস্তোরাঁ। উপায় না পেয়ে এরপরই থানায় গিয়ে ওই রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযোগ জানান উত্তর প্রদেশের ওই বাসিন্দা। কিন্তু মুম্বাই পুলিশ এফআইআর নিতে অস্বীকার করে বলে অভিযোগ। এরপরই খাদ্য সুরক্ষা দফতরের দ্বারস্থ হয়ে অভিযোগ জানান রাজীব।

 

 

 

 

Related articles

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...

Petrol Diesel price: গোটা দেশে অপরিবর্তিত পেট্রোল-ডিজেলের দাম

২১ অগাস্ট (সোমবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে লিটার প্রতি...
Exit mobile version