Sunday, November 9, 2025

জনসমক্ষে কাউকে ‘পা.গল’ বলা অ.পরাধ নয়! বড় নির্দেশ এলাহাবাদ হাই কোর্টের

Date:

জনসমক্ষে কাউকে পাগল (Mad) বলা হলে তা কোনওভাবেই অপরাধযোগ্য (Offence) নয়। এবার সেকথাই স্পষ্ট করে দিল এলাহাবাদ হাই কোর্ট (Allahabad High Court)। হাই কোর্ট জানিয়েছে, প্রকাশ্যে কাউকে পাগল সম্বোধন অভদ্রতা হতে পারে, কিন্তু ভারতীয় দণ্ডবিধির (IPC) ৫০৪ ধারা অনুযায়ী একে কোনওভাবেই অপরাধ বলা যাবে না। তবে এমন যুক্তির সপক্ষে এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্টের (Supreme Court of India) এক পুরোনো মামলার রায়ের উল্লেখ করেছে। ওই মামলার রায়ে শীর্ষ আদালত জানিয়েছিল, কোনও ব্যক্তির শান্তি নষ্ট করতে তাঁকে ইচ্ছে করে অপমান করা হলে তবেই ভারতীয় দণ্ডবিধির এই ধারায় ওই কাজকে অপরাধ বলে গন্য করা হবে। কিন্তু, এই মামলায় পাগল শব্দটি অনিচ্ছাকৃত মন্তব্য ছিল। অভিযুক্তের বিরুদ্ধে আবেদনকারী বেশ কয়েকটি অভিযোগ এনেছিলেন, তার পরিপ্রেক্ষিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তাই এটাকে কোনোভাবেই অপরাধযোগ্য বলা যাবে না।

পাশাপাশি এদিন হাই কোর্টের বিচারপতি আরও বলেন, প্রায়ই, এই ধরনের মন্তব্যগুলি মানুষ করে থাকেন। এমনকি এটা একটা প্রতিদিনের কথোপকথনের অংশও হতে পার, যেখানে ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গের কোনও অপরাধ থাকে না। যে কোনও ব্যক্তি এই জাতীয় মন্তব্য করলে, তা অভদ্র এবং অনুপযুক্ত বলা যেতে পারে। তবে এটা ভারতীয় দণ্ডবিধির ৫০৪ ধারার অধীনে অপরাধ হবে না। বারাণসী জেলা ম্যাজিস্ট্রেট কোর্টে প্রতিবন্ধী এবং মানবাধিকার নিয়ে কাজ করা এক আইনজীবী, কিরণ সোসাইটি নামে এক সংস্থার বিরুদ্ধে তহবিল তছরুপের অভিযোগ করেছিলেন। তাদের বিরুদ্ধে প্রতিবন্ধীদের কল্যাণের নামে বিদেশ থেকে তহবিল নেওয়ার অভিযোগ সামনে আসে। ওই সংস্থার পরিচালক এবং আরও দশজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। এরপরই জেলা ম্যাজিস্ট্রেট একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্তকারীরা দুই পক্ষকেই এক বৈঠকে ডেকেছিলেন। সেখানেই ওই আইনজীবীকে কিরণ সোসাইটির পরিচালক পাগল বলে অপমান করেন বলে দাবি।

এরপরই তাঁর শান্তিভঙ্গের জন্য তাঁকে অপমান করা হয়েছে বলে কিরণ সোসাইটির পরিচালকের বিরুদ্ধে মামলা করেছিলেন ওই আইনজীবী। এরপর ২০২১ সালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আইনজীবীর দায়ের করা আবেদন মেনে কীরণ সোসাইটির পরিচালককে দোষী সাব্স্ত করেছিলেন। এলাহাবাদ হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করেছিলেন কিরণ সোসাইটির ডিরেক্টর।

 

 

 

 

Related articles

টানা দুদিন তাপমাত্রা কুড়ির নীচে, রবির সকালে দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ 

উইকেন্ডে পারদ পতন অব্যাহত, আগামী সপ্তাহের মাঝে মাঝে পর্যন্ত শীতের আমেজ (Winter in Weekend) পুরোপুরি উপভোগ করতে পারবে...

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st...

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...
Exit mobile version