Thursday, August 28, 2025

বিজেপির লাগাতার মহিলা বিদ্বেষ এবং কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে গেরুয়া শিবিরকে তুলোধনা চন্দ্রিমার

Date:

ভারতীয় জনতা পার্টি কারণে অকারণ যেভাবে বিরোধী দলের মহিলাদের প্রতি তাদের বিদ্বেষী মনোভাব বারে বারে প্রকাশ করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কটাক্ষ, আসলে এটাই বিজেপির সংস্কৃতি। তাই মহিলাদের প্রতি তাদের এই অপমান মূলক মনোভাবের জন্য আমরা দলের পক্ষ থেকে, তৃণমূলের মহিলা শাখার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি।দিন কয়েকের মধ্যেই তৃণমূল মহিলা শাখা এর বিরুদ্ধে পথে নামবে বলে তিনি জানান।

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে রাজ‌্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল মহিলা শাখার সহানেত্রী চন্দ্রিমা।বিজেপির লাগাতার মহিলা বিদ্বেষ ও কুরুচিকর শব্দ প্রয়োগের বিরুদ্ধে গেরুয়া শিবিরকে তুলোধনা করেছেন তিনি। একজন অধ্যাপক, সাংসদ হয়ে বাংলার মহিলাদের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন সুকান্ত আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে দাবি করে তিনি বলেন, বিজেপি মহিলাদের সম্মান দেয় না। সম্মান দিতেও জানে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা একের পর এক মহিলাকে অসম্মান করে চলেছেন। নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষে যোগীরাজ‌্য।এমনকি রাজ্যপাল তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন।চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,প্রধানমন্ত্রীর ‘দিদি ও দিদি’ ডাকের পর বিজেপি রাজ্য নেতৃত্ব এখন মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছে। ‘ধান্দা’ শব্দের মত অবমাননাকর শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের মন্তব্য তাদের নারীবিদ্বেষী মনোভাবের পরিচয় দেয়। সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version