Wednesday, August 27, 2025

বৃহস্পতিবার নির্বাচন হওয়ার কথা থাকলেও, প্রিসাইডিং অফিসারের অসুস্থতার কারণে স্থগিত হয়ে গেল চণ্ডীগড়ের মেয়র নির্বাচন। অতর্কিতে এভাবে নির্বাচন বন্ধ করে দেওয়ায় পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের দারস্ত হয়েছে আম আদমি পার্টি।

বৃহস্পতিবার চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পদের নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছে আপ। আপ সাংসদ রাঘব চাড্ডা বলেন, “বিজেপি পরাজয়ের আশঙ্কায় নানা কলকাঠি নাড়ছে নির্বাচন পিছিয়ে দিতে। ওদের অবস্থা এখন সেই বাচ্চা ছেলেটার মত, যে শূন্য রানে আউট হয়ে যাবার পর ব্যাট নিয়ে বাড়ি পালিয়ে যায়।” আপ-এর মেয়র প্রার্থী, কুলদীপ ধলোরে হাইকোর্টে তার আবেদনে, অনিল মসিহের জায়গায় একজন নতুন প্রিসাইডিং অফিসার নিয়োগের দাবি জানিয়েছেন। আবেদনে বলা হয়েছে, “প্রিসাইডিং অফিসার এবং সেক্রেটারি, মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ নির্বাচন পরিচালনার জন্য ভারপ্রাপ্ত বেশিরভাগ কর্মকর্তা হরিয়ানা ক্যাডারের, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে এবং অফিসাররা শাসক দলের প্রভাবের অধীনে রয়েছে।” ধলোর পিটিশনে অভিযোগ করেছেন, “এটি স্পষ্ট যে নির্বাচনের মাত্র একদিন আগে, সচিবকে অপসারণ করা হয়েছিল এবং হরিয়ানা ক্যাডারের একজন কর্মকর্তাকে, যেখানে বিজেপি শাসক দল, নিয়োগ করা হয়েছে। প্রশাসনের এই পদক্ষেপটি স্পষ্ট করে দেয় যে তারা যে কোনও উপায়ে বিজেপি কাউন্সিলরদের সাহায্য করতে এবং নির্বাচনী কার্যক্রমকে প্রভাবিত করতে আগ্রহী।”

বিজেপি হারের ভয়েই নির্বাচনে বিলম্ব করছে বলে অভিযোগ করেছেন রাঘব চাড্ডা। তিনি বলেন, “মোট ৩৬টি ভোটের মধ্যে ২০ টি আমাদের পক্ষে (আপ ১৩, কংগ্রেস ৭), ইন্ডিয়া জোট চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে জয়ী হওয়ার জন্য প্রস্তুত। বিজেপি একেবারেই খারাপভাবে হারছে। যার জেরেই ওদের রাতের ঘুম উড়ে গিয়েছে। তাই এই ধরনের কর্ম কর্মকাণ্ড করছে গেরুয়া শিবির।

Related articles

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...
Exit mobile version