Monday, August 25, 2025

হাসপাতাল তৈরির জন্য ডা.‌ দেবী শেঠির সংস্থাকে জমি দিল রাজ্য

Date:

রাজ্যে নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল (New Super Speciality Hospital) তৈরি করতে চান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা.‌ দেবী শেঠি (Dr Debi Sethi)। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের (BGBS) মঞ্চে সেই ইচ্ছে প্রকাশ করার পর রাজ্য সরকারের (Government of West Bengal) তরফে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কথা রাখল বাংলার সরকার। বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের কাছে জমি দেওয়া হয়েছে ডা.‌ দেবী শেঠির সংস্থা সংস্থা ‘নারায়ণা হৃদয়ালয়া’‌কে।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে এখানকার মানুষের উন্নতির জন্য যদি কোনও রকমের সাহায্য প্রয়োজন হয় তাহলে রাজ্য সরকার সেটা করতে সব সময় প্রস্তুত। মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রীও বটে। তাই নতুন সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করবেন বিশিষ্ট চিকিৎসক একথা শোনা মাত্রই উৎসাহিত হয়েছিলেন তিনি। সেইমতো রাজ্য সরকারের কাছ থেকে ৭.‌২ একর জমি পেল দেবী শেঠির নারায়ানা হৃদয়ালয়া। এবার বিনিয়োগ করার পালা। ডা.‌ দেবী শেঠি বাংলায় এসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বলেছিলেন, ‘‌৩৩ বছর আগে যখন এসেছিলাম তখন আমি জুনিয়র হার্ট চিকিৎসক। ইচ্ছে ছিল সমাজের গরিব মানুষের হৃদরোগের চিকিৎসায় সাহায্য করার। তবে বাংলার মানুষ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ। শুধু হার্টের চিকিৎসাই নয়, গোটা দেশে চিকিৎসা ব্যবস্থাই বদলে গিয়েছে। আমার ইচ্ছা ছিল এখানে একটি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল করব। আমার ইচ্ছা আগামী দু’‌বছরে তা তৈরি করার। এখানে ১০ হাজার কর্মসংস্থান হবে।’‌

হিডকো (HIDCO)এদিন চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে, জমি বরাদ্দ করা হয়ে গিয়েছে। এই জমি পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে ধন্যবাদ জানিয়েছেন ডা.‌ দেবী শেঠি। আগামী ৬ মাসের মধ্যে দুধ অফাই এই কাজ শুরু হবে এবং এটি প্রায় হাজার কোটি টাকার প্রকল্প বলে জানিয়েছেন চিকিৎসক। সব ঠিকমতো চললে দেড় বছরের মাথায় সফট লঞ্চ হবে। এক হাজার শয্যা বিশিষ্ট এই হাসপাতালে হার্টের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা, অরগ্যান ট্রান্সপ্ল্যান্ট হবে। পাশাপাশি ডিজিটাল হাসপাতালের পরিকাঠামো গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ডাক্তার দেবী প্রসাদ শেঠি।

Related articles

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...
Exit mobile version