Friday, May 16, 2025

কলকাতা হাই কোর্টে বাংলায় শুনানির সিদ্ধান্ত জানালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Date:

কলকাতা হাই কোর্টে এসে বিপাকে পড়েন অনেক মানুষজনই। কারণ ইংরেজি ভাষায় আইনি সওয়াল–জবাবের জ্ঞান অনেকের থাকে না। আবার কোনও ব্যক্তি নিজে কিছু বলতে চান। কিন্তু তা পারেন না ইংরেজি ভাষায় দক্ষতা না থাকার জন্য। এবার থেকে এই সব অসুবিধা কেটে যেতে চলেছে বলে খবর। ইংরেজি বুঝতে না পারার ফলে অনেক সমস্যার সন্মুখীন হতে হয় বিভিন্ন জায়গা থেকে আসা মানুষজনের। সেই সব মানুষদের সুবিধার জন্য এবার কলকাতা হাইকোর্টে বাংলা ভাষাতেই শুনানি হবে। নিজের এজলাসে মাতৃভাষায় শুনানি চালু করার কথা জানিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

চাকরিপ্রার্থীদের পর এ বার আইনজীবীদেরও বাংলায় সওয়াল করতে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।বৃহস্পতিবার জানালেন, তিনি বাংলায় বলতে চান। একই সঙ্গে তিনি আশা করেন, আইনজীবীরাও বাংলাতেই সওয়াল করবেন।আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, আমি বাংলায় বলতে চাই। আমি আশা করব, আপনারাও বাংলায় সওয়াল করবেন। কারণ, এজলাসে উপস্থিত অনেক মামলাকারী রয়েছেন, যাঁদের বুঝতে অসুবিধা হয়। তবে কারও অসুবিধা থাকলে তিনি ইংরেজিতেই বলতে পারেন।

কোনও কোনও আইনজীবী এই সিদ্ধান্তের বিরুদ্ধে মন্তব্য করায়,বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, আদালত চত্বরে যাঁরা আসেন, তাঁরা যাতে বুঝতে পারেন, আদালত কক্ষে কী হচ্ছে, সেই কথা ভেবে সওয়ালটা বাংলায় করা হোক। কারও বাংলায় সমস্যা থাকলে ইংরেজিতে বলতে পারবেন। আমি বাংলায় বলতে চাই। অন্য দিনও বাংলায় শুনানি করব।

বিচারপতি বলেন,এই বাংলা নিয়ে কেউ আমার কাছে ব্যাখ্যা চাইলে আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে তার উত্তর দেব। এর পরেই কোর্ট অফিসারকে বিচারপতি বলেন, তালিকায় থাকা পরের মামলাটি ডাকা হোক। বিচারপতি বলার পরে অনেক মামলার শুনানি এদিন বাংলাতেই হয়।

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version