Saturday, May 3, 2025

তৃণমূল সরকারের জমানায় কত কর্মসংস্থান? বিভাগীয় প্রধানদের রিপোর্ট পেশের নির্দেশ মুখ্যসচিবের

Date:

আগামী ২২ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের সব ক্ষেত্রে নিয়োগের (Recruitment) বিস্তারিত তথ্য (Detailed Information) জমা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব (Chief Secretary)। ইতিমধ্যে সব দফতরের বিভাগীয় প্রধানদের লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের সময়কাল অর্থাৎ ২০১১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের কোন দফতরে কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই তথ্য সরকারকে জানাতে হবে। মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরোধীদের সমস্ত অপপ্রচারের জবাবে পাল্টা জানান, কাউকে বঞ্চিত করা হয়নি। বিপুল চাকরি দেওয়া হয়েছে। শুধু এমএসএমই সেক্টরেই ১ কোটি ১৫ লক্ষ লোক চাকরি পেয়েছেন। কেন্দ্রে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। আমাদের ৪০ শতাংশ দারিদ্র কমেছে।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরই সব দফতরকে লিখিত নির্দেশে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক জানিয়েছেন, ২২ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের সর্বত্র নিয়োগের সবিস্তার তথ্য দিতে হবে বিভাগীয় প্রধানদের। তবে সরকারি সূত্রে খবর, বিগত বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে বহু নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাতে হাজার হাজার শূন্যপদ পূরণ হবে।

মুখ্যসচিব আরও জানিয়েছেন, সরকারের নির্দিষ্ট ইমেল আইডিতে বিভাগীয় প্রধানরা নিজেদের রিপোর্ট পেশ করবেন। মূলত, গ্রুপ-এ, বি, সি এবং ডি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের পাশাপাশি অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য পদে কত নিয়োগ হয়েছে তারও হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস! দলবদলু বিজেপি নেতাদের তীব্র খোঁচা প্রাক্তন রাজ্য সভাপতির

দিলীপ ঘোষকে কালো পতাকা দেখিয়ে অভ্যাস। দলবদলু বিজেপি নেতারা এখনও সেই অভ্যাস ছাড়তে পারেননি। দিঘার জন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনে...

মাধ্যমিকের মতো মাদ্রাসাতেও! কন্যাশ্রীরাই সফল ফলাফলে

একটা সময় নারী শিক্ষায় রাজ্যের অবস্থান ছিল তলানিতে। আজও দেশের, বিশেষত উত্তর ভারতের রাজ্যগুলিতে নারী শিক্ষার হার লজ্জাজনক।...

ফের অগ্নিকাণ্ড শহরে! এবার কেষ্টপুরের স্কুলে আগুন 

কলকাতায় একের পর এক আগুন লাগার ঘটনা আতঙ্কে ফেলেছে শহরবাসীকে। বড়বাজারের মেছুয়া এলাকার আগুন লাগার কয়েকদিনের মধ্যেই আবার...

দেশ-বিদেশ মিলছে এক সুরে! ভক্তি-ভিড়ের স্রোত দিঘার জগন্নাথ ধামে

সমুদ্রের গর্জন আর ভক্তির সুরে মিশে এক নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠেছে দিঘার জগন্নাথ ধাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের...
Exit mobile version