Sunday, May 4, 2025

তৃণমূল সরকারের জমানায় কত কর্মসংস্থান? বিভাগীয় প্রধানদের রিপোর্ট পেশের নির্দেশ মুখ্যসচিবের

Date:

আগামী ২২ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের সব ক্ষেত্রে নিয়োগের (Recruitment) বিস্তারিত তথ্য (Detailed Information) জমা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যসচিব (Chief Secretary)। ইতিমধ্যে সব দফতরের বিভাগীয় প্রধানদের লিখিত নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা স্পষ্ট জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস (TMC) সরকারের সময়কাল অর্থাৎ ২০১১ সালের মে মাস থেকে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের কোন দফতরে কতজনকে নিয়োগ করা হয়েছে, সেই তথ্য সরকারকে জানাতে হবে। মঙ্গলবারই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বিরোধীদের সমস্ত অপপ্রচারের জবাবে পাল্টা জানান, কাউকে বঞ্চিত করা হয়নি। বিপুল চাকরি দেওয়া হয়েছে। শুধু এমএসএমই সেক্টরেই ১ কোটি ১৫ লক্ষ লোক চাকরি পেয়েছেন। কেন্দ্রে ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে। আমাদের ৪০ শতাংশ দারিদ্র কমেছে।

মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরই সব দফতরকে লিখিত নির্দেশে মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিক জানিয়েছেন, ২২ জানুয়ারির মধ্যে রাজ্য সরকারের সর্বত্র নিয়োগের সবিস্তার তথ্য দিতে হবে বিভাগীয় প্রধানদের। তবে সরকারি সূত্রে খবর, বিগত বেশ কয়েকটি মন্ত্রিসভার বৈঠকে বহু নিয়োগে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাতে হাজার হাজার শূন্যপদ পূরণ হবে।

মুখ্যসচিব আরও জানিয়েছেন, সরকারের নির্দিষ্ট ইমেল আইডিতে বিভাগীয় প্রধানরা নিজেদের রিপোর্ট পেশ করবেন। মূলত, গ্রুপ-এ, বি, সি এবং ডি-তে কতজনকে নিয়োগ করা হয়েছে তার সংখ্যা নির্দিষ্ট করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের পাশাপাশি অধ্যাপক, শিক্ষক, শিক্ষাকর্মী এবং অন্যান্য পদে কত নিয়োগ হয়েছে তারও হিসাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

Related articles

অবশ্যই যেতে হবে: দিলীপের পথে জগন্নাথ মন্দিরের প্রশংসায় আরও এক বিজেপি সাংসদ

বাংলায় জগন্নাথ মন্দির (Jagannath Temple) প্রতিষ্ঠা নিয়ে রাজনীতির খেলায় বঙ্গ বিজেপি। দিলীপ ঘোষের সেই মন্দির প্রতিষ্ঠায় যাওয়া নিয়েও...

মোদির অচ্ছে দিন! মানবাধিকারের প্রশ্নে রাষ্ট্রসঙ্ঘে মুখ পুড়ছে ভারতের

মোদির(Narendra Modi) আচ্ছে দিনে বিশ্বমঞ্চে চরম লজ্জার সম্মুখীন ভারত(India)। স্বাধীনতার পর এই প্রথমবার ভারতের আন্তর্জাতিক মান পতনের মুখে...

সাসপেন্ড সামসেরগঞ্জ থানার অপসারিত ওসি-সহ ২ পুলিশ আধিকারিক

মুর্শিদাবাদের ওয়াকফ বিরোধী (Protest against WAQF ammendment act) অশান্তির সময়ে সামসেরগঞ্জ থানার তৎকালীন ওসি শিবপ্রসাদ ঘোষ (Shiboprasad Ghosh)...

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...
Exit mobile version