Sunday, November 9, 2025

পুলিশের হাত থেকে বিচারাধীন বন্দিকে ছিনিয়ে নিয়ে পালালেন স্ত্রী!

Date:

এ যেন পুরো সিনেমা।

শট ওয়ান: স্কুটি নিয়ে পুলিশের প্রিজন ভ্যানের সামনে এসে দাঁড়ালেন এক মহিলা।
নেক্সট শট: পুলিশের গাড়িতে থাকা খুনের মামলার অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে নিমেষে পালিয়ে গেলেন তিনি! হতবাক যোগী রাজ্যের পুলিশ।

ঘটনাস্থল উত্তরপ্রদেশের মথুরা (Mathura, Uttarpradesh)। এরকমই সিনেম্যাটিক স্টাইলের বাস্তব দৃশ্য দেখা গেল সেখানে। পুলিশ জানিয়েছে, বিচারাধীন বন্দি অনিলকে মথুরা জেল (Mathura Jail) থেকে আদালতে নিয়ে গিয়েছিলেন উত্তরপ্রদেশ পুলিশের এক জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর (ASI) এবং দুই কনস্টেবল। শুনানি শেষে অভিযুক্তকে নিয়ে আবার প্রিজ়ন ভ্যানে করে জেলে ফেরা হচ্ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কে ডাবচিকের কাছে যখন প্রিজ়ন ভ্যানটি পৌঁছয়, আচমকাই স্কুটি নিয়ে সেখানে পৌঁছে যান অনিলের স্ত্রী। প্রিজ়ন ভ্যানের সামনে গা়ড়ি দাঁড় করিয়ে স্বামীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে ‘ধুম’ সিনেমার কায়দায় দুচাকায় চেপে পালিয়ে যান।

বিজেপি (BJP State) শাসিত রাজ্যের এই ঘটনায় পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তিনজন পুলিশ কর্মী থাকা সত্ত্বেও এই কাণ্ড ঘটল কীভাবে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশই। তাহলে কি আগে থেকেই গোটা বিষয়টি পরিকল্পিত ছিল? অভিযুক্ত অনিল এবং তাঁর স্ত্রীর খোঁজ চলছে। পাশাপাশি এই ঘটনায় গাফিলতির অভিযোগে বন্দির নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশকর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে জানা যাচ্ছে।

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version