Thursday, November 13, 2025

৬ ফেব্রুয়ারি হবে ভোট, চণ্ডীগড়ের মেয়র নির্বাচনের দিন ঘোষণা কমিশনের

Date:

বিজেপির হার নিশ্চিত বুঝেই মেয়র নির্বাচন নিয়ে শুরু হয়েছিল গড়িমশি। তবে মামলা আদালতে পৌঁছানোর পর এবার ‘পথে এলো’ নির্বাচন কমিশন। অবশেষে চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচনের দিন ঘোষণা হলো ৬ ফেব্রুয়ারি।

বৃহস্পতিবার বেলা ১১ টায় এই নির্বাচন হওয়ার কথা থাকলেও সকাল সাড়ে দশটায় কর্পোরেশনের যুগ্ম কমিশনার ঈশা কম্বোজ হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে কাউন্সিলরদের জানিয়ে দেন মেয়র নির্বাচন স্থগিত রাখা হয়েছে। প্রাথমিক পর্যায়ে সরকারিভাবে জানানো হয় প্রিসাইডিং অফিসার অনিল মসিহ অসুস্থ হওয়ায় নির্বাচন স্থগিত রাখা হয়েছে। তিনি পিঠের ব্যাথার জন্য বুধবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। মজার বিষয় হল, অনিল মসিহ অসুস্থ হওয়ার একদিন আগেই, অর্থাৎ ১৬ জানুয়ারি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সচিব গুরিন্দর সোধিও পিঠে ব্যথার কারণে চিকিৎসা ছুটিতে গিয়েছিলেন। এই সব অসুস্থতা শুরু হয় গত সোমবার কংগ্রেস এবং আম আদমি পার্টি যৌথভাবে মেয়র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর।

এরপর মেয়র নির্বাচন নিয়ে এই গড়িমসির বিরুদ্ধে বৃহস্পতিবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে আবেদন জানায় আম আদমি পার্টি। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। ডেপুটি কমিশনার বিনয় প্রতাপ সিং সন্ধ্যায় ঘোষণা করেন আগামী ৬ ফেব্রুয়ারিকে মেয়র নির্বাচন হবে। অন্যদিকে বিরোধীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট চণ্ডীগড় মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে নোটিশ পাঠিয়েছে। পরবর্তী শুনানির দিন ২৩ জানুয়ারি।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version