Wednesday, August 13, 2025

১) এএফসি এশিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে হার ভারতের। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিরুদ্ধে নেমেছিলো ইগর স্টম্যাচের দল। সেই ম্যাচে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হারলো সুনীল ছেত্রিরা। তিনটি গোলই হয় প্রথমার্ধে। তিনটি গোলই হয় রক্ষণ-এর ভুলে।

২) আগামিকাল বড় ম্যাচ। সুপার কাপে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ ঘিরে ইতিমধ্যে প্রস্তুতিতে ব্যস্ত দু’দল। চলতি সুপার কাপে দূরন্ত ছন্দে ইস্টবেঙ্গল। ডার্বিতে কোনও ভাবেই ড্রয়ের জন্য খেলতে নামবেন না তাঁরা। তিন পয়েন্টই লক্ষ্য লাল-হলুদের। জানালেন কুয়াদ্রাত।

৩) আগামিকাল সুপার কাপে মেগা ম্যাচ। কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান। এই ম্যাচ নিয়ে বাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা “আমরা এই ম্যাচের গুরুত্ব জানি। শুধু ডার্বি বলে নয়, এই ম্যাচের উপর সেমিফাইনালের জায়গা নির্ভর করছে। সেটা বেশি গুরুত্বপূর্ণ।

৪) চলতি বছর জুন মাসে বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর । তার আগে ভারতের মুখোমুখি হয় আফগানিস্তান। আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ৩-০ জয় পায় ভারতীয় দল। আর এই জয়ের পরই দলের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে রাখলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, টি-২০ বিশ্বকাপের দল নির্বাচন করতে বসলে সবাইকে খুশি করা যাবে না।

৫) কয়েকদিন আগে ডিপফেকের শিকার হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে উগরে দিয়েছিলেন ক্ষোভ। আর এরপরই মাস্টার ব্লাস্টারের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনা নিয়ে একটি এফআইআর নথিভুক্ত করেছে।

আরও পড়ুন –এএফসি এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে ৩-০ গোলে হার ভারতের

 

Related articles

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী, শোকস্তব্ধ টলিপাড়া

দীর্ঘ অসুস্থতার পরে চলে গেলেন বর্ষীয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় (Basanti Chatterjee)। মঙ্গলবার সকাল ১০টায় মৃত্যু হয় তাঁর। বয়স...

ডুরান্ড কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান

প্রথমে শোনা গেলেও শেষপর্যন্ত ডুরান্ড (Durand Cup) কোয়ার্টার ফাইনালেই কলকাতা ডার্বি (Derby)। প্রথমে শোনা গিয়েছিল যে কোয়ার্টার ফাইনালে...

বিজেপি নেতা মিঠুনের সম্মেলনে বাজল “মুঝকো পিনা হ্যায়”, তীব্র কটাক্ষ তৃণমূলের 

এটাই বিজেপির সংস্কৃতি! কোনভাবেই বাঙালির কৃষ্টি ও ঐতিহ্যের সঙ্গে মেলেনা। আর সেই তালেই নাচছেন বিজেপি নেতা অভিনেতা মিঠুন...

গাজায় সাংবাদিক হত্যার নিন্দা: ইজরায়েলের রোষের মুখে প্রিয়াঙ্কা

ইজরায়েলে অনৈতিক সাংবাদিক হত্যা। গাজায় সাংবাদিকদের ক্যাম্পে হামলা ইজরেলীয় বাহিনীর। মৃত্যু আল জাজিরার সাংবাদিক আনাস আল শরিফের। ঘটনায়...
Exit mobile version