Saturday, November 8, 2025

উত্তরপ্রদেশে আবাসের ঘর পেতে কত ঘুষ জানেন? চাপা রইল না তথ্য

Date:

রাজ্যের আবাস যোজনার কোটি কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে এই যুক্তিতে, পশ্চিমবঙ্গে আবাস যোজনার টাকা ও বাড়ির হিসাবে গরমিল। কিন্তু যোগী রাজ্যে কী অবস্থা জানেন? সাধারণ মানুষ অকপটে স্বীকার করছেন কত টাকা ঘুষ দিয়ে আবাসের ঘর পেতে হচ্ছে তাঁদের। উত্তরপ্রদেশের বদাউনে (Badaun) বিজেপি সাংসদের হাত থেকে ঘরের প্রতীকী চাবি নিয়ে এসে এমনটাই বলে ফেললেন এক বৃদ্ধা। সেই ভিডিও ব্যাপক ভাইরালও (viral video) হল। কিন্তু এই দুর্নীতির কোনও তদন্ত কী করবে কেন্দ্রের বিজেপি সরকার?

একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগ তুলে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে জট মেটানোর প্রতিশ্রুতিও পেয়েছেন কেন্দ্রের তরফে। রাজ্যে বারবার এসেছে কেন্দ্রের তদন্তকারী দল। তারপরেও রাজ্যের মানুষ প্রাপ্য টাকা, পরিষেবা থেকে বঞ্চিতই রয়ে গিয়েছেন। এমনিক বেনিয়মের কোনও রিপোর্টও পেশ করতে পারেনি তদন্তকারীরা। কিন্তু যোগী রাজ্যে তো সবার সামনে চলে এল ঘুষ দিয়ে বাড়ি নেওয়ার কাহিনী।

উত্তরপ্রদেশের বদাউনের একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ ধর্মেন্দ্র কাশ্যপের (Dharmendra Kashyap) হাত দিয়ে বিলি হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) ঘরের প্রতীকী চাবি। সেই সময় এক বৃদ্ধা চাবি হাতে পেয়ে অনুষ্ঠানের সঞ্চালককে জানাচ্ছেন চাবি পেয়ে তিনি খুশি। ফের সঞ্চালক প্রশ্ন করছেন বাড়ির জন্য কাউকে টাকা দিতে হয়নি তো? উত্তরে বৃদ্ধা জানাচ্ছেন তিনি ৩০ হাজার টাকা দিয়েছেন বাড়ি পেতে।

তবে বিশেষ নজর কাড়া এর পরের অংশ। বৃদ্ধার উত্তরে একটুও অপ্রস্তুত নন বিজেপি সাংসদ থেকে উপস্থিত নেতারা। এমনকি ঘুষ (bribe) দিয়ে বৃদ্ধা ধন্যবাদও জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। যেন, মাথার ওপর ছাদ পেতে টাকা দেওয়াটাই দস্তুর। তাই বৃদ্ধারও কোনও অভিযোগ নেই এই বিষয়ে। আর অসহায় দরিদ্র মানুষকে তাঁদের ন্যায্য মাথা গোঁজার আশ্রয় ‘পাইয়ে’ দিয়ে বিজেপি শাসিত যোগী রাজ্যে বুক ফুলিয়ে ঘুরছে নেতারা।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version