Sunday, November 9, 2025

নিরাপত্তা শিকেয়! মোদিরাজ্যে নৌকাডু.বিতে লাফিয়ে বাড়ছে মৃ.তের সংখ্যা, আ.টক ২

Date:

ফের বড়সড় দুর্ঘটনা মোদিরাজ্যে (Modi State)। পিকনিকে (Picnic) গিয়ে নৌকা উল্টে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শেষ পাওয়া খবরে এখনও পর্যন্ত মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গুজরাটের (Gujrat) ভদোদরার হর্নি লেকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভদোদরার (Vadodara) একটি বেসরকারি স্কুল (Private School) পড়ুয়াদের নিয়ে যায় পিকনিকে। পুরো পিকনিকের আয়োজন করেছিল স্কুলই। সেই পিকনিকেই ঘটে যায় বিপত্তি। ঝুঁকিপূর্ণভাবে লেকে নৌকাবিহারের সময় একটি নৌকা ডুবে যায়। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় ৬ জনের। তখনই আশঙ্কা করা হচ্ছিল, হতাহতের সংখ্যা বাড়তে পারে। শুক্রবার সেই আশঙ্কায় সত্যি হল। রাতভর উদ্ধারকাজ চলার পর এখনও পর্যন্ত মোট ১৭ জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। যাদের মধ্যে ১৪ জন পড়ুয়া ও ৩ জন শিক্ষক রয়েছেন। এখনও জোরকদমে উদ্ধারকাজ চলছে।

ইতিমধ্যে বেশ কয়েকজন পড়ুয়া ও শিক্ষককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেসজ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে খবর। ঘটনাস্থলে উপস্থিত থেকে সবস্মত পরিস্থিতির উপর কড়া নজর রাখছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, দমকল এবং পুলিশ। এদিকে এদিনের দুর্ঘটনায় গুজরাটের ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ঘটনায় শোকপ্রকাশ করেছেন। আহতদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছে গুজরাট সরকার।

তবে এদিনের ঘটনায় বড়সড় প্রশ্নের মুখে স্কুল কর্তৃপক্ষের ভূমিকা। প্রত্যক্ষদর্শীদের মতে, একটি নৌকায় মোট ২৭ জন চেপেছিল। সেটি ভার রাখতে না পেরেই লেকে ডুবে যায়। লাইফ জ্যাকেট ছাড়া এত পড়ুয়াকে নিয়ে কেন নৌকায় ওঠানো হল, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। এদিকে ঘটনার তদন্তে নেমে দু’জনকে আটক করেছে পুলিশ।

 

 

 

 

Related articles

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...

সহপাঠীকে গুলি একাদশ শ্রেণির দুই ছাত্রের, ফ্ল্যাটে উদ্ধার অস্ত্রের সম্ভার

শনিবার রাতে গুরুগ্রামের সেক্টর ৪৮-এ এক অভিজাত আবাসনে ডিনারে ডেকে এনে সহপাঠীকে গুলি করার অভিযোগ উঠল একাদশ শ্রেণির...
Exit mobile version