Saturday, November 8, 2025

প্রাথমিক নিয়োগ মামলার তদন্তে আ.শঙ্কা! পার্থ-রাজীবকে একযোগে তলব ইডির

Date:

প্রাথমিক নিয়োগ মামলার (Primary Recruitment) টাকা ব্যবহার করা হয়েছে প্রমোটিং ব্যবসায় (Promoting)। সেই আশঙ্কা থেকেই এবার ব্যবসায়ী রাজীব দে (Rajib Dey) ও কাউন্সিলর পার্থ সরকারকে (Partha Sarkar) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। ইডির দাবি, ব্যবসায়ী রাজীব তাঁর প্রোমোটিং সংস্থার মাধ্য়মে নিয়োগ মামলার টাকা সাদা করা হয়েছিল। কিন্তু এর কোনও তথ্য এখনও পর্যন্ত হাতে পায়নি ইডি। আর সেকারণেই ব্যবসায়ী রাজীবকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে গত বছরের ডিসেম্বরে কলকাতা পুরসভার ১২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকারকে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি তিনি। কিছুটা সময় চেয়ে নিয়েছিলেন। সেকারণে তাঁকে আবারও তলব করল ইডি। ইডি সূত্রে খবর, গত ১২ বছরে সমস্ত সম্পত্তি এবং ব্যাঙ্কের আর্থিক লেনদেনের সমস্ত নথি-সহ পার্থকে আসতে বলা হয়েছে।

বেহালার বাসিন্দা পার্থ সরকারকে গত মাসেই সমন নোটিশ পাঠায় ইডি। প্রাথমিক নিয়োগ মামলায় তদন্তে এর আগেও পার্থ সরকারের বাড়িতে গিয়ে তল্লাশিও চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। ইডি আরও জানাচ্ছে, হাজিরার জন্য ৩ সপ্তাহ সময় চেয়েছিলেন পার্থ। সেই সময় শেষ হয়েছে। তাই তাঁকে নতুন করে নোটিশ পাঠিয়ে আগামী সপ্তাহে ইডি দফতরে হাজির থাকতে বলা হয়েছে। ইডি সূত্রে খবর, নিয়োগ মামলার একাধিক তথ্যপ্রমাণ সামনে রেখে পার্থ সরকারকে জিজ্ঞাসাবাদ করতে চান ইডি আধিকারিকরা। এছাড়া তাঁর  হাত থেকে কত টাকা ঠিক কোথায় কোথায় পৌঁছেছে সেই হিসাব জানতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। এদিকে ইডি চার্জশিটে উল্লেখ করেছে, নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষ ও পার্থ চট্টোপাধ্যায়ের মিডলম্যান হিসাবে কাজ করতেন এই পার্থ।

 

 

 

 

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version