Saturday, May 3, 2025

ফের লাইনচ্যুত (Derailed) মালগাড়ি (Goods Train)। ঘটনার জেরে চরম দুর্ভোগ নিত্যযাত্রীদের। শুক্রবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের তমলুকের (Tamluk) নন্দাইগাজন রেল স্টেশনের কাছে আচমকাই লাইনচ্যুত (Derailed) হয়ে যায় একটি মালগাড়ি। ঘটনার জেরে ব্যহত হয় ট্রেন চলাচল। সকাল সকাল কাজে বেরিয়ে চরম হয়রানির শিকার যাত্রীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী ইতিমধ্যে মালগাড়িটিকে রেল লাইন থেকে সরিয়ে পরিষেবা স্বাভাবিক করেছে রেল কর্তৃপক্ষ। এদিকে আচমকা এই বিপত্তির কারণে, দীর্ঘক্ষণ ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে শনিবার হাওড়ার একাধিক আপ এবং ডাউন ট্রেন বাতিল করা হয়েছে।

খড়্গপুর-হাওড়া শাখায় প্রতিদিন প্রচুর মানুষ ট্রেনে যাতায়াত করেন। সাত সকালে এই বিপত্তির কারণে সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। তবে আচমকা কীভাবে এই বিপত্তি ঘটল, সেই বিষয়টি এখনও স্পষ্টভাবে জানা যায়নি। তবে দুর্ঘটনার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল কর্মী ও আধিকারিকরা। জোরকদমে মালগাড়িটিকে সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন তাঁরা। তবে কীভাবে এই বিপত্তি ঘটল, তার কারণ খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা।

রেল সূত্রে খবর, শনিবার হাওড়া-খড়্গপুর শাখায় ছ’টি আপ এবং আটটি ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া আপ ট্রেনগুলি হল— ৩৮৭০৩ ও ৩৮৭০৫ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪০৩, ৩৮৪১১, ৩৮৪০৯ ও ৩৮৪০৫ হাওড়া-পাঁশকুড়া লোকাল। এছাড়াও, ডাউন লাইনে বাতিল হয়েছে ৩৮৭০৮ ও ৩৮৭০৬ খড়্গপুর-হাওড়া লোকাল, ৩৮৩০৬ মেচেদা হাওড়া-লোকাল, ৩৮৭১৪ হাওড়া-খড়্গপুর লোকাল এবং ৩৮৪১২, ৩৮৪২২, ৩৮৪১৮ ও ৩৮৪২৬ পাঁশকুড়া-হাওড়া লোকাল।

 

 

 

 

Related articles

প্রকাশিত হল হাই-মাদ্রাসা-আলিম- ফাজিল পরীক্ষার ফল, শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পরের দিন হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল(High Madrasah, Alim and Fazil Result) প্রকাশিত হল।...

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...
Exit mobile version