Wednesday, November 5, 2025

কীভাবে মৃ.ত্যু আইআইটি ছাত্রীর? কারণ খুঁজতে হিমশিম অবস্থা পুলিশের

Date:

বৃহস্পতিবারই হস্টেল (Hostel) থেকে উদ্ধার হয়েছিল ছাত্রীর (Student) রহস্যজনক মৃতদেহ। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে আইআইটি কানপুর (IIT Kanpur) ক্যাম্পাস। তবে প্রিয়াঙ্কা জয়সওয়াল (Priyanka Jaiswal) নামে ওই পড়ুয়ার মৃত্যুর ঘটনার তদন্তে নেমে পুলিশের হাতে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার পুলিশ সূত্রে খবর, হস্টেল থেকে দেহ উদ্ধারের আগের দিন অনলাইন থেকে নাইলনের দুটি দড়ি কেনেন ওই পড়ুয়া। কিন্তু কী কারণে তিনি ওই দড়ি কিনেছিলেন তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এদিকে ঘটনার পর পুলিশকে প্রিয়াঙ্কার বাবা নরেন্দ্র জয়সওয়াল জানিয়েছেন, বুধবার রাতে তাঁকে ফোন করে মেয়ে বলেন, বৃহস্পতিবার সকাল সকাল তাঁকে ঘুম থেকে উঠিয়ে দিতে। জারন তাড়াতাড়ি না উঠলে হস্টেলে ব্রেকফাস্ট মিলবে না। তারপর বৃহস্পতিবার হস্টেলের ঘরে সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ডের দুমকার বাসিন্দা প্রিয়াঙ্কা। গত ২৯ ডিসেম্বর কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করার জন্য আইআইটি কানপুরে ভর্তি হয়েছিলেন। তার ঠিক ২০ দিনে যেতে না যেতেই ছাত্রীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কেন ওই ছাত্রী আচমকা এমন সিদ্ধান্ত নিলেন তা নিয়ে ধন্ধে পুলিশ। ইতিমধ্যে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি হস্টেলের অন্যান্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেও বিষয়টির কিনারা করতে চাইছে পুলিশ।

তবে প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, আত্মহত্যার পরিকল্পনা দিন কয়েক আগেই করেছিলেন ছাত্রী। তাই অনলাইন থেকে দড়িও কেনেন। কিন্তু কেন এমন কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি তা নিয়ে জট এখনও কাটছে না। এর আগে গত ১০ জানুয়ারি কানপুর আইআইটির আরও এক ছাত্রের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল ক্যাম্পাসে।

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version