Wednesday, August 20, 2025

হিং.সায় ‘না’! শান্তি ফেরানোর পক্ষে সওয়াল ইরান-পাকিস্তানের, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?

Date:

আর হামলা, পাল্টা হামলা নয়। এবার হিংসায় লাগাম টানতে রাজি ইরান (Iran), পাকিস্তান (Pakistan)। বালুচিস্তান (Baluchistan) সীমান্তে লাগাতার হামলা, পাল্টা হামলার জেরে রীতিমতো অশান্ত হয়ে ওঠে দু’দেশ। সম্প্রতি ইরান এবং পাকিস্তান, দুদেশই বালুচিস্তান সীমান্তে একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপরেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। ধীরে ধীরে পরিস্থিতি যখন দুদেশের হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কাপ্রকাশ করা হচ্ছিল সেই বিষয় সমাধান করতেই এবার বড় পদক্ষেপ। সূত্রের খবর, পাকিস্তানের বিদেশমন্ত্রী জলিল আব্বাস জিলানি এবং ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ইতিমধ্যে শান্তি (Peace) ফেরানোর বিষয় নিয়ে ফোনে বিস্তর কথাবার্তা হয়েছে।

পাকিস্তানের বিদেশ মন্ত্রক একটি যৌথ বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, দুই দেশই পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং ‘সন্ত্রাস দমনে বড় ভূমিকা পালন করছে। এর আগে রাষ্ট্রপুঞ্জ এবং আমেরিকা-সহ একাধিক দেশ ইরান এবং পাকিস্তানকে নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে দু’দেশের মধ্যে মধ্যস্থতা করতে এগিয়ে এসেছিল চিনও। তবে এবার নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করতে সম্মতি জানাল ইরান এবং পাকিস্তান।

গত মঙ্গলবার থেকে ইরান-পাকিস্তান সংঘাতের সূত্রপাত। মঙ্গলবার পাকিস্তানের বালুচিস্তানে জঙ্গি সংগঠন জইশ আল অদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ইরান। আর তারপরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পাকিস্তানের উপর হামলার কথা ইতিমধ্যেই স্বীকার করেছে তেহরান। যদিও পাক হামলাকে মোটেও ভাল চোখে দেখেনি ইরান।

 

 

 

 

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version